২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সিআরএ সম্মাননা পেলেন আরজেএফ চেয়ারম্যান এস এম. জহিরুল ইসলাম সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী এড. নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে লিফলেট বিতরন নারী সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে নৈশ প্রহরীদের বেঁধে হিমাগারে ডাকাতি জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটরের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত পিরোজপুর-২ আসনে যোগ্য প্রার্থী চেয়ে নেছারাবাদে মশাল মিছিল আরাকান আর্মির সঙ্গে সংঘাতে আরসা-আরএসও, এপারে আতঙ্ক ২ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা উদ্ধার বিজিবির খোকসায় আওয়ামী লীগ নেতার ভেজাল কারবার চন্দনাইশ খাঁনহাট বাজারে ব্যবসায়ির দোকানে দুর্ধষ চুরি: থানায় অভিযোগ দায়ের বিএনপি ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে সর্বাত্মক কাজ করবে — শামা ওবায়েদ
  • প্রচ্ছদ
  • জাতীয় >> চট্টগ্রাম >> শীর্ষ সংবাদ >> সাহিত্য
  • বাংলাদেশ সংবাদ প্রতিদিন”-এ সাহিত্য সম্পাদক হিসাবে যোগ দিলেন কবি শাহাদাত হোসেন তালুকদার
  • বাংলাদেশ সংবাদ প্রতিদিন”-এ সাহিত্য সম্পাদক হিসাবে যোগ দিলেন কবি শাহাদাত হোসেন তালুকদার

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নিউজ ডেস্ক>>> দেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় অনলাইন পত্রিকা বাংলাদেশ সংবাদ প্রতিদিন.কম (বিএসপি)’র সাহিত্য সম্পাদক হিসাবে সম্পাদনা পরিষদে যোগদান করলেন সময়ের সুখ্যাত কবি ও সাহিত্যিক কবি শাহাদাত হোসেন তালুকদার। তাঁর নিয়োগ নিশ্চিত করেছেন বাংলাদেশ সংবাদ প্রতিদিন.কম”-এর প্রকাশক ও সম্পাদক তরুন আইকনিক সাংবাদিক আব্দুল্লাহ আল মারুফ।কবি শাহাদাত হোসেন তালুকদার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পদুয়া গ্রামের পিতা মৃত আলহাজ্ব খায়ের আহমদ তালুকদার ও মাতা মৃত হাজী জাহান আরা বেগমের পূত্র। তাঁর জন্ম সংবেদনশীল এক পরিবারে,সাদামাটা জীবনে সহজ সরল সংযত নির্মোহ নির্লোভ সর্বোপরি ত্যাগই পারিবারিক জীবনাদর্শ, বাবা রাংগুনিয়ার মুসলিম জনগোষ্ঠীর প্রথম পর্যায়ের শিক্ষিত শ্রেণীর মধ্যে একজন  তিনি চন্দ্রঘোনা পেপার মিলের সাবেক কর্মকর্তা ছিলেন এবং পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে আলোর পথে অগ্রসরের নেতৃত্ব প্রদানসহ সমাজ সেবা ও জনকল্যাণে অগ্রণী ভুমিকা পালন করতেন,মাতা স্বাধীনতা পরবর্তী কালে পরপর তিনবার মহিলা সদস্য পদে এলাকার জনকল্যাণে নিয়োজিত ছিলেন।স্কুল জীবন থেকে লেখা লেখিতে মনোযোগী কবি তালুকদার লেখা ও সাহিত্যের প্রতি দরদ নিয়ে সৃজনশীল সাহিত্য চর্চায় মনোযোগী থাকেন বরাবরই,জীবনের প্রথম দিকে সাংবাদিকতা পেশাকে বেছে নিয়ে তৎকালীন সময়ের জনপ্রিয় ম্যাগাজিন সাপ্তাহিক চিত্র বাংলা, সাপ্তাহিক অপরাধ জগত, দৈনিক বাংলাদেশের স্বাধীনতা, দৈনিক কর্ণফুলীসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করে লেখার জগৎ কে কাঁছে পাওয়া বা ভালো লাগার জায়গা মনে করে নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করতেন বলে জানালেন তিনি।ইটালিয়ান এয়ার লাইন্সে কর্মরত সময়ে দুই হাজার সালে “শেষ কথা” প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় তাঁর, প্রচার বিমুখ এই কবি সাহিত্য চর্চায় আড়ালে থেকে লেখার সাথে নিবিড় বন্ধুত্ব কিংবা নিভৃতে সাহিত্য চর্চাতে পরম তৃপ্তি ও প্রশান্তির জায়গা বলে ভাবতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, কবিতা গল্প প্রবন্ধ নিবন্ধ উপসম্পাদকীয়তে কলাম লেখালেখি এখনও চলমান।এবং কাব্য গ্রন্থ, গল্প গ্রন্থ, ইত্যাদি মুদ্রণ কিংবা প্রকাশের জন্য যথেষ্ট খোরাক জমা রয়েছে তাঁর কাঁছে, যাহা দ্বারা দশের অধিক বই প্রকাশ করা সক্ষম বলে জানিয়েছেন তিনি, গত দুই বছর পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে পরিচয়ের সুবাদে গল্প কবিতা প্রবন্ধ ইত্যাদি সৃজনশীল সাহিত্য চর্চায় পৃথিবীর বাংলা বাসীর সঙ্গে আরও দ্রুত পরিচিতি লাভ করে বাংলা সাহিত্য অঙ্গনে পরিচিতি লাভে নব উদ্যমে লেখার অনুপ্রেরণায় ব্যাপক প্রসার ঘটতে থাকে,সামাজিক যোগাযোগ মাধ্যমর কল্যাণে লেখার জগতে আজও অবিচল রয়েছে এই কবি।বাংলাদেশ সংবাদ প্রতিদিন.কম (বিএসপি) অনলাইন নিউজ পোর্ট্যাল জগতে অল্পদিনের মধ্যে সারাদেশের বিভিন্ন জেলা উপজেলায় দক্ষ ও অভিজ্ঞ পেশাদার সংবাদ কর্মিদের নিয়োগ দিয়ে দেশের স্বাধিনতা সার্বভৌমত্বকে সমোন্নত রাখতে এবং দেশের মাটি ও মানুষের কল্যানে নিবেদিত প্রান হয়ে যখনিই ঘটনা বা এ্যাক্টিভিটীজ তখনিই সংবাদ’কে মূলনীতি করে মানসম্পন্ন সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতিমধ্যে সর্বমহলে জনপ্রিয়তা অর্জন ও আস্থার সুনিশ্চিত প্ল্যাটফরম হিসাবে গ্রহনযোগ্যতা অর্জনে সক্ষম হয়েছে। বিএসপি’র সাহিত্য সম্পাদক হিসাবে কবি শাহাদত হোসেন তালুকদারের যোগদানে বিএসপি’র সাহিত্য বিভাগ আরো মানসম্পন্ন, গঠনমূলক ও সমৃদ্ধ হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বিএসপি’র সম্পাদক ও প্রকাশক আব্দুল্লাহ আল মারুফ। দেশের উদীয়মান তরুন কবি ও লেখকদের কবিতা ও যেকোন লেখা নিয়মিত “বাংলাদেশ সংবাদ প্রতিদিন.কম”- এ পাটিয়ে নিজেদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করার জন্য কবি শাহাদত হোসেন তালুকদার ও সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ দেশের সকল তরুন লেখকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page