১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
মোংলায় নিরাপদ সড়ক চাই (নিসচা) কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেফতার ফুলবাড়ীতে চোরাই চার্জার ভ্যানের মালামালসহ চোর চক্রের ০৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সাংবাদিকের নামে বিজিবি সহকারী পরিচালকের মামলা  রাজশাহীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীতে গাঁজা, সিগারেট ও নগদ টাকাসহ মা-ছেলে গ্রেপ্তার আওয়ামী লীগ  নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ  রাতব্যাপী আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান,ঘোষণা ট্রাম্পের রাতব্যাপী আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান, ঘোষণা ট্রাম্পের সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • বাংলাদেশ ফোরাম মালদ্বীপের উদ্যোগে প্রবাসীদের সম্মানে সর্ববৃহৎ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
  • বাংলাদেশ ফোরাম মালদ্বীপের উদ্যোগে প্রবাসীদের সম্মানে সর্ববৃহৎ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি>>> বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ পবিত্র মাহে রমজান উদযাপন করছে। এই আত্মসংযম, ইবাদত ও সিয়াম সাধনার মাসে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারো ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইসলামিক আলোচনা ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ফোরাম মালদ্বীপ নামের এই সংগঠন। সেখানে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ হল রুমটি প্রবাসী বাংলাদেশীদের মিলন মেলায় পরিণত হয়।গতকাল বিকাল ৪ টা ৪৫ মিনিটে মালদ্বীপের রাজধানী মালে গিয়াসউদ্দিন ইন্টারন্যাশনাল স্কুল অডিটোরিয়ামে এবারের রমজানে মালদ্বীপে ইতিহাস সৃষ্টিকারী সর্ববৃহৎ মনমুগ্ধকর সুন্দর ও সুশৃংখল এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রচার সম্পাদক মাশহুদুল ইসলাম মাসুদের পরিচালনায় ও সেক্রেটারী জেনারেল মোঃসাজ্জাত হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মাশহুদুল ইসলাম মাসুদের পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফোরাম মালদ্বীপের কেন্দ্রীয় সভাপতি জনাব ডাঃ এইচ এম সোহেল। উক্ত মাহফিলে মহাগ্রন্থ আল কুরআন থেকে সু-মধুর কন্ঠে তিলাওয়াত করেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তকারী ক্বারী মালদ্বীপ সরকারের আমন্ত্রণে বাংলাদেশ থেকে আগত শেখ মাহমুদুল হাসান আশরাফী ও হাফেজ জাহিদুজ্জামান। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন. পি) মালদ্বীপ শাখার সভাপতি জনাব মোঃ খলিলুর রহমান, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম ও সিঃসহ-সভাপতি নেহের মিয়া রানা এবং বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি ব্যবসায়ী মোঃ আলমগীর সিকদার। মাহফিলে বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাংগঠনিক সম্পাদক হাফেজ তানজীর হোসেন, প্রশিক্ষণ সম্পাদক ডাঃ ইসমাঈল হারুন বান্না,দাওয়াহ সম্পাদক আব্দুর সবুর,পাঠাগার সম্পাদক দিদারুল আলম,ক্রীড়া সম্পাদক মাঈনুল ইসলাম ডা: আব্দুস সোবহান সহ কেন্দ্রীয় ও শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ধারাবাহিকভাবে বক্তব্য রাখেন। সেখানে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী সহ মালদ্বীপের বিভিন্ন আইল্যান্ড থেকে আগত অসংখ্য প্রবাসী পেশাজীবীরা অংশগ্রহণ করেন। পরিশেষে দেশ ও জাতির কল্যান ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page