নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড় থেকে নেমে আসা বন্যহাতির তাণ্ডবে প্রায় ১৫ একর জমির ফসল নষ্ট হয়ে পড়েছে। শনিবার দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত উপজেলার সাধনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পূর্ব পাহাড়ি এলাকার মোনাফের ধান ক্ষেত, আবু তাহের, নুরুল আলম, নুরুল হক, আবু তৈয়ব, মোক্তারের ক্ষেত খামারে হাতির পাল এ তাণ্ডব চালিয়েছে।গত বছর এই সময়ও হাতির দল তাণ্ডব চালিয়ে ফসল নষ্ট করেছিল। দ্বিতীয় দফায় ফসল নষ্ট করায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। হাতির পাল তাণ্ডব চালিয়ে ফসল ও বিভিন্ন সবজির বাগান নষ্ট করে ফেলেছে।সরেজমিন ঘুরে জানা যায়, শনিবার গভীর রাতে পাহাড় থেকে প্রায় ১০টি হাতি ফসলের মাঠে নেমে আসে। এ সময় তারা ফসলের মাঠে রাতভর ব্যাপক তাণ্ডব চালায়।কৃষক মোনাফ জানান, তার এক একর জমির ফসল নষ্ট হয়েছে। আমরা অনেক লোকজন জমায়েত হয়ে টর্চলাইট, আগুন জ্বালিয়ে এবং পটকা ফুটিয়ে হাতির দল তাড়ানোর চেষ্টা করি। আজ রবিবার ভোররাতে হাতির দল এলাকা ত্যাগ করেছে।সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল বলেন,আমি কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার জানান, এ বিষয়ে বন কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আবেদন করলে সরকারি সহায়তা পাবে।
মন্তব্য