১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান ইসরাইলি হামলায় ১১ দিনে ইরানে নিহত ৫০০ রোহিঙ্গা সংকট মোকাবেলায় স্থানীয় নেতৃত্বের কোন বিকল্প নেই। কোস্ট ফাউন্ডেশনের আন্তর্জাতিক শরনার্থী দিবসের আলোচনা সভায় বক্তারা ঈদের পর লন্ডন সফরে যাচ্ছেন ড. ইউনূস রাতব্যাপী আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান, ঘোষণা ট্রাম্পের পাকিস্তানি বাহিনীর গুলিতে ৫০ ভারতীয় সেনা নিহত’ ভারতের ১৫টি শহরে পাকিস্তানের পাল্টা হামলা, উভয় দেশে তীব্র সামরিক উত্তেজনা   ভারতের ১২ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানে যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে ভারত পানি বন্ধ করলে যুদ্ধের ইঙ্গিত পাকিস্তানের
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • ফরিদপুর – ২ আসন থেকে একক প্রার্থী হিসেবে বিএনপির শামা ওবায়েদ ও জামাতের সোহরাব নির্বাচনী মাঠে সক্রিয়
  • ফরিদপুর – ২ আসন থেকে একক প্রার্থী হিসেবে বিএনপির শামা ওবায়েদ ও জামাতের সোহরাব নির্বাচনী মাঠে সক্রিয়

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর >>> আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর জেলার নগরকান্দা ও সালথার রাজনৈতিক মাঠ সরগম হয়ে উঠছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সাড়ে ১৫ বছর দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ছাত্র – জনতার অভ্যুত্থানে গত বছর আওয়ামী লীগের পতনের পর ভোট দেয়ার সুযোগ পেয়ে উৎসবমুখর হয়ে আছে সাধারণ ভোটাররা। ভোটারদের মন জয় করতে সম্ভাব্য বিএনপির ও জামাতের প্রার্থী  দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্তবর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই ফরিদপুরের নগরকান্দা ও সালথায় রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিয়ে আসছেন সম্ভাব্য প্রার্থীরা । গত ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকের পর থেকে মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় আরো সরব হয়েছেন। যারা এতদিন নির্বাচনী এলাকায় বাইরে ছিলেন তারাও এখন নিজ নির্বাচনী এলাকায় বেশি সময় ব্যয় করছেন। এলাকায় তারা সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান, ইসলামী জলসা, খেলাধুলাসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। কেউ প্রকাশ্যে, কেউবা ইঙ্গিতে  নিজেদের প্রার্থিতা জানান দিচ্ছেন। তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের কোন সাংগঠনিক তৎপরতা ফরিদপুরের সালথা ও নগরকান্দা নির্বাচনী এলাকায় নেই। আওয়ামী লীগ ছাড়া অন্যসব রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। ফরিদপুর-২ আসনটি নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত। এ আসনটিতে আগে থেকেই দুই হেভিওয়েট নেতা প্রতিদ্বন্দ্বিতা করে আসছিলেন। এদের একজন হলেন বিএনপির সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমান আর অন্যজন হলেন আওয়ামী লীগের জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। এ দুজনের মৃত্যুর পর তাদের সন্তানেরা নির্বাচনী হাল ধরেছেন। বর্তমান আওয়ামী লীগ অনুপস্থিত। তাই সৈয়দা সাজেদা চৌধুরীর পুত্র শাহাদাব আকবার (লাবু চৌধুরী) মাঠে নেই। বিএনপি’র হাই কমান্ডের সবুজ সংকেত পেয়ে আগে থেকেই মাঠে নেমে পড়েছেন কেএম ওবায়দুর রহমানের একমাত্র সুযোগ্য কন্যা শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হিসাব অনুযায়ী এ আসলে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৬০৯ জন। এই আসনটিতে সরাব রয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু ও জামাত ইসলামের প্রার্থী মোঃ সোহরাব হোসেন। এদিকে এ আসনে প্রার্থী  চূড়ান্ত করেছে জামাত ইসলামী। আগামী নির্বাচনে লড়বেন নগরকান্দা উপজেলা জামাতের সভাপতি ও তালমা  নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক  মাওলানা সোহরাব হোসেন। দলীয় সিদ্ধান্তের পর তিনি এলাকায় কাজ করছেন এবং সরব রয়েছেন। এছাড়াও গন অধিকারের মোঃ ফারুক ফকির, খেলাফত মজলিসের মাওলানা আকরাম আলী এবং মাওলানা লিয়াকত আলী, ইসলামী আন্দোলনের শাহ মোহাম্মদ জামাল উদ্দিনের নাম শোনা যাচ্ছে।  নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শওকত আলী শরীফ বলেন, বিএনপি নেতা কে এম ওবায়দুর রহমানের মৃত্যুর পর তার একমাত্র মেয়ে শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বাবার মতো মানুষের বিপদে-আপদের দিনে ছুটে যান এবং সাহায্য সহযোগিতা করেন। বিএনপি’র দুর্দিনে হামলা-মামলায় জর্জরিত নেতাকর্মীদের সহযোগিতা করেছেন। আমাদের বিশ্বাস এ আসনে বিএনপি’র একক প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু  এবং তিনি ইনশাল্লাহ জয়লাভ করবেন। শামা ওবায়েদ বলেন, বিগত ১৭ বছরে নগরকান্দা সালথায় কোন উন্নয়ন হয়নি, স্কুল, কলেজ ও মাদ্রাসার উন্নয়ন হয়নি, সড়কের উন্নয়ন হয়নি, হাজার হাজার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি, বিশেষ করে নারী,শিশু ও বৃদ্ধাদের কল্যাণে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনের জনগণের ভোটে নির্বাচিত হলে উপরের সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করব। নগরকান্দা একটি আধুনিক মানের হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা আছে। বাবার মত আজীবন নগরকান্দা-সালথা বাসীর বিপদে-আপদে পাশে থাকবো ইনশাআল্লাহ। জামাত প্রার্থী মাওলানা সোরহাব হোসেন বলেন, জামাত একটি সুশৃংখল রাজনৈতিক সংগঠন। দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের পর গণসংযোগ চালিয়ে যাচ্ছি। বর্তমান প্রেক্ষাপটে জামাত ইসলামের গ্রহণযোগ্যতা তৃণমূল পর্যায়ে বেড়েছে, বিস্তৃত হয়েছে। আমি দীর্ঘদিন ধরে এ আসনটির, নগরকান্দা -সালথা  উপজেলায় সর্বোচ্চ গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। রাজনৈতিক, সাংগঠনিক, কর্মকান্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকান্ড ও কর্মসূচি পালন করে যাচ্ছি। আমার বিশ্বাস এ আসন থেকে আমি ভালো ফলাফল পাব। ফরিদপুর জেলা জামাতের নায়েবে আমির মোহাম্মদ আবু হারিচ মোল্লা বলেন, আমরা সাংগঠনিকভাবে জেলার সব থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটি গুলো ঠিক করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। নির্বাচনী কমিটির মাতামাতের ভিত্তিতে আমাদের প্রার্থী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page