পোরশা নওগাঁ প্রতিনিধি >>> নওগাঁ জেলার পোরশা উপজেলার ছাওড় ইউনিয়নের পারিলা গ্রামে ৮০ বছরের এক বৃদ্ধার লাশ পাওয়া গেছে। গতকাল ২৮ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টায় পারিলা গ্রামের দক্ষিণে ৩০০ গজ মোঃ দূরে পারিলা খাড়িতে এই লাশ পাওয়া । ৩ নং ছাওড় ইউনিয়নের গ্রাম পুলিশ মহেন্দ্রের সংবাদের ভিত্তিতে পোরশা থানা অজ্ঞাতনামা লাশ উদ্ধার করে।পোরশা থানা পুলিশের চৌকস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত ব্যক্তির লাশটি থানায় নিয়ে আসে ।বিষয়টি জানাজানি হলে তার মেয়ে থানায় উপস্থিত হয়ে সনাক্ত করেন যে মোসাম্মৎ আলেব নুর ৮০, স্বামী মৃত মোসলেম মন্ডল গ্রাম সিদ্ধি গ্রাম, ডাক ঘর আক্কেলপুর ,থানা গোমস্তাপুর, জেলা চাঁপাইনবাবগঞ্জ । এবং তার মেয়ে বাদী হয়ে থানায় ইউ ডি মামলা করেন ।এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মিন্টু রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন লাশের ঠিকানা পাওয়া গেছে থানায় ইউ ডি মামলা হয়েছে এবং লাশ ময়না তদন্ত শেষে আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে।অপরদিকে নিতপুর কপালীর মোড়ে হাবিবুর রহমান হাবিব (৯) নামে স্কুল ছাত্র কাকড়ার চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় ।স্থানীয়দের কাছে জানা যায় নিহিত স্কুল ছাত্র গুপিনাথপুর গ্রামের সামাদ চাককুর ছেলে সে নিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দিয়াড়াপাড়া চতুর্থ শ্রেণীতে লেখাপড়া করতেন বাড়িতে আসার সময় এই দুর্ঘটনা ঘটে। পরে আত্মীয়স্বজনের অনুমতি ক্রমে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়।











মন্তব্য