জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি
পাবনার সাঁথিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৪ জুলাই) রাতে উপজেলার ধোপাদহ ইউনিয়নের হলুদঘর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইয়াছিন (২০) একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে। এ ঘটনায় শনিবার (১৫ জুলাই) থানায় মামলা হয়েছে।মামলা সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী ঘটনার দিন অটোবাইক চালাতে বাইরে গেলে অভিযুক্ত ইয়াছিন রাতে তার ঘরে প্রবেশ করে জোরপূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করে। তার ডাকচিৎকারে বাড়ির লোকজন এসে তাকে ঘরে আটক করে। পরবর্তীতে ইয়াছিনের লোকজন এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।এ সময় ইয়াছিনের লোকজন ওই বাড়িতে হামলা চালিয়ে ঘরের জানালা, দরজা ভাংচুর করে। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)রফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য