কলমে কলমে রিতুনূর >>>
তোমায় নিয়ে স্বপ্ন এঁকে ছিলাম
দুচোখে কত,
রাতের পর রাত জেগে
চিঠি লেখা ভোরে উঠে সেই চিঠি
পোস্ট করে আসা
ডাকপিয়নের অপেক্ষা থাকা
আজও ভুলতে পারি’না,
অদেখা তুমিটাকে।
তোমার চিঠির আকর্ষণ
এতটাই ছিল মনে হলেই
দুমড়ে মুচড়ে যাই,
ভিষণ লজ্জা পাই।
সেই তুমি কত কষ্ট দিলে
এই জীবনে।
তুমি আমার ভুবনে এলে হয়তো
চাঁদ হাসতো,
হাসতো আমার পৃথিবী।
তুমি এলে না
সব হারিয়ে জীবন এলোমেলো।
খামের ভেতরের শুকনা ফুল
আজও যত্নে আছে,
পয়ত্রিশ বছর চলে গেছে তারপর পাছে।
সত্যি প্রেমতো এমনই হয়,
সারা জীবন হৃদয়ে তার কথাই কয়।
মন্তব্য