ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি >>> চট্টগ্রামের পটিয়ায় কে বা কারা বিএনপির নেতাদের বাসায় এবং বিএনপির দলীয় কার্য্যলয়ের ফটকে,গভীর রাতে ‘জয় বাংলা, শেখ হাসিনা,লেখা চিকা মেরে পালিয়ে যায়।গতকাল ২৮শে অক্টোবর রাতে কে বা কারা দিবাগত রাতে পৌর বিএনপির নেতা গাজী আবু তাহেরের মুন্সেফ বাজার গাজী টাওয়ারের দেয়ালে,সুচক্রদন্ডী পৌরসভার ২নং ওর্য়াডস্হ পৌর বিএনপির নেতা তৌহিদুল ইসলামের বাসভবনে, পটিয়া কলেজ গেট বিএনপির দলীয় অফিসের সিড়ির পাশে ‘জয় বাংলা,শেখ হাসিনা,লেখা চিকা সকালে ঘুম থেকে উঠে সকলের নজরে পড়লে এক কৌতুহল সৃষ্টি হয়।এর আগে ও একবার পটিয়া বাইপাস সড়কে দ্রুত চিকা মেরে উধাও হয়ে যায়।সিসিই ফুটেজে দেখা যায় হেলমেট পড়া দুই জন বাইক আরোহীকে এই চিকা মারতে। তবে হেলমেট পড়া থাকায় এদের সনাক্ত করা যায় নি।পৌর আওয়ামী লীগ নেতা গোফরান রানার ছোট ভাই, পৌর যুবদল নেতা হাবিবুর রহমান রিপনের নেতৃত্বে বিএনপির কর্মীরা দ্রুত চিকার লেখা মুছে ফেলেন।পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নুরুজ্জামান বলেন,খবর পাওয়া মাত্র আমরা পুলিশ পাঠিয়ে তদন্ত করছি।বিএনপির কার্যলয়ে সাথে সাথে পুলিশ পাঠানো হয়। হেলমেট পড়া থাকায় সনাক্ত করতে সময় লাগবে।চিকা মারার ঘটনাটি নিয়ে পটিয়ায় বেশ কোতুহল সৃষ্টি হয়,চারিদিকে আলোচনা,সমালোচনার ঝড় বইছে।ঘটনাটি ইচ্ছাকৃত,পরিকল্পিত ও উস্কানিমূলক বলে মন্তব্য করেন বিএনপির নেতা কর্মীরা।











মন্তব্য