ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি >>> চট্টগ্রামের পটিয়ায় বাবার মৃত্যুতে জানাযায় অংশ নিতে যুবলীগ নেতা আবচার উদ্দিন ওয়াসীম ৬ঘন্টার জন্য প্যারোলে মুক্তি লাভ করেন।স্হানীয় সুত্রে জানা যায়, পটিয়া খরনা ইউনিয়নের খলীল সওদাগরের বাড়ির যুবলীগ নেতা আবচার উদ্দিন ওয়াসীমকে গত ২৬শে জুন পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে আদালত তাঁকে কারাগারে প্রেরণ করে।১৭ই নভেম্বর (সোমবার) বিকালে তার বাবা মরহুম ফজল আহমদ সওদাগর চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে জেলা প্রশাসকের কাছে বাবার জানাযায় অংশ নিতে প্যারোলে মুক্তির আবেদন করলে কতৃপক্ষ তাকে ৬ঘন্টার জন্য মুক্তি দেয়।১৮নভেম্বর (মঙ্গলবার) দুপুর ২টায় মাইক্রোবাস করে হাত কড়া পড়া অবস্থায় কড়া পুলিশ পাহড়ায় বাড়িতে এসে বাবার জানাযায় অংশ নেন।দীর্ঘ ৫মাস পর বাড়ির আত্মীয় স্বজনদের সাথে তার দেখা মিলে।কারা প্রশাসনে নিয়মানুযায়ী পুলিশ তাকে স্বজনদের সাথে দেখা করার সুযোগ দিলে শোকাহত পরিবারে কান্নার আর্তনাদে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে।
পারিবারিক সুত্রে জানা যায়,তিনি পটিয়া যুবলীগের নেতা।তার বিরুদ্ধে পটিয়া থানায় ৬টি,চট্টগ্রাম কোতোয়ালি থানায় ১টি ও ডবলমুরিং থানায় ২টি রাজনৈতিক মামলা আছে।
আবচার বলেন,আমরা ৫ভাইয়ের মধ্যে আমি সবার বড়।বড় ছেলে হয়ে বাবার সেবা করতে পারলাম না।দোয়া করবেন আমি যেন মুক্তি পায়।পটিয়া থানার ওসি নুরুজ্জামান বলেন,বাবার জানাযায় অংশ নিতে প্যারোলে মুক্তি পায়। পুলিশ কঠোর নিরাপত্তা দিয়ে তাকে জানাযায় অংশ নিতে সুযোগ দেন।নির্ধারিত সময়ের মধ্যে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।











মন্তব্য