২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জে বিজিবিসহ টাস্কফোর্সের অভিযানে ১টি ইঞ্জিন চালিত নৌকাসহ ১ কোটি ৫৮ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি,থ্রি-পিস ও কসমেটিক্স জব্দ দূর্বল বিষয়ে অতিরিক্ত ক্লাস নিবেন।শিক্ষকরা বাড়ি থেকে পড়ে আসবেন ড.ফরহাদ সাতকানিয়ায় অস্ত্রসহ দুই কিশোর আটক শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচীর এক ডিলারের বিরুদ্ধে সরকারী জায়গায় ঘর নির্মাণের অভিযোগ পটিয়ায় আন্তঃজেলা মটর সাইকেল চোরচক্রের ৭সদ্স্য গ্রেপ্তার। পটিয়ায় বাবার জানাযায় অংশ নিতে যুবলীগ নেতার প্যারোলে মুক্তি। পটিয়ায় দেনার দায়ে যুবকের আত্মহত্যা ছাতকের চরমহল্লা ইউনিয়নে পূর্ববিরোধের জেরে দু”পক্ষের সংঘর্ষে ২০ জন আহত পটিয়ায় পাহাড়ি সন্ত্রাসীরা অস্ত্রের মুখে নিয়ে যায় ৮টি গরু। প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • পটিয়ায় বাবার জানাযায় অংশ নিতে যুবলীগ নেতার প্যারোলে মুক্তি।
  • পটিয়ায় বাবার জানাযায় অংশ নিতে যুবলীগ নেতার প্যারোলে মুক্তি।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি >>> চট্টগ্রামের পটিয়ায় বাবার মৃত্যুতে জানাযায় অংশ নিতে যুবলীগ নেতা আবচার উদ্দিন ওয়াসীম ৬ঘন্টার জন্য প্যারোলে মুক্তি লাভ করেন।স্হানীয় সুত্রে জানা যায়, পটিয়া খরনা ইউনিয়নের খলীল সওদাগরের বাড়ির যুবলীগ নেতা আবচার উদ্দিন ওয়াসীমকে গত ২৬শে জুন পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে আদালত তাঁকে কারাগারে প্রেরণ করে।১৭ই নভেম্বর (সোমবার) বিকালে তার বাবা মরহুম ফজল আহমদ সওদাগর চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে জেলা প্রশাসকের কাছে বাবার জানাযায় অংশ নিতে প্যারোলে মুক্তির আবেদন করলে কতৃপক্ষ তাকে ৬ঘন্টার জন্য মুক্তি দেয়।১৮নভেম্বর (মঙ্গলবার) দুপুর ২টায় মাইক্রোবাস করে হাত কড়া পড়া অবস্থায় কড়া পুলিশ পাহড়ায় বাড়িতে এসে বাবার জানাযায় অংশ নেন।দীর্ঘ ৫মাস পর বাড়ির আত্মীয় স্বজনদের সাথে তার দেখা মিলে।কারা প্রশাসনে নিয়মানুযায়ী পুলিশ তাকে স্বজনদের সাথে দেখা করার সুযোগ দিলে শোকাহত পরিবারে কান্নার আর্তনাদে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে।
    পারিবারিক সুত্রে জানা যায়,তিনি পটিয়া যুবলীগের নেতা।তার বিরুদ্ধে পটিয়া থানায় ৬টি,চট্টগ্রাম কোতোয়ালি থানায় ১টি ও ডবলমুরিং থানায় ২টি রাজনৈতিক মামলা আছে।
    আবচার বলেন,আমরা ৫ভাইয়ের মধ্যে আমি সবার বড়।বড় ছেলে হয়ে বাবার সেবা করতে পারলাম না।দোয়া করবেন আমি যেন মুক্তি পায়।পটিয়া থানার ওসি নুরুজ্জামান বলেন,বাবার জানাযায় অংশ নিতে প্যারোলে মুক্তি পায়। পুলিশ কঠোর নিরাপত্তা দিয়ে তাকে জানাযায় অংশ নিতে সুযোগ দেন।নির্ধারিত সময়ের মধ্যে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page