ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি >>> চট্টগ্রাম পটিয়ায় পটিয়া থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আন্ত:জেলা মটর সাইকল চোরচক্রের ৭জন সদস্য ও কাগজপত্র বিহিন ২টি মটর সাইকেল উদ্ধার করে।
গত ১৮ই ন়ভেম্বর(মঙ্গলবার)পটিয়া থানায় মামলা সুত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু বিপিএম(বার) এর তত্ত্বাবধানে গত১৭ই নভেম্বর রাত সাড়ে ১১টায় গোপন সুত্রে খবর পেয়ে কুসুম পুরা ইউনিয়নের মনসার টেক বাজারস্হ পটিয়া বোয়ালখালী সড়কের ফুলবন বেকারির পশ্চিমে প্রায় সাড়ে ৪ঘন্টা অভিযান চালিয়ে কাগজ পত্র বিহীন,২লাখ ৩০হাজার টাকার ২টি পালসার (১৫০সিসি)মটর সাইকেল সহ ৭জন আন্ত: জেলা মটর সাইকেল চোরচক্রের সদস্য গ্রেপ্তার করে।অভিযানে অংশ গ্রহণ করেন,পটিয়া সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নোমান আহমদ পিপিএম পটিয়া, পটিয়া থানার ওসি নুরুজ্জামান, এস আই মো:আবদুল বাতেন।গ্রেপ্তারকৃতরা হলেন ১/মোঃ হাসান প্রঃ এনাম ২/মো: সোহেল, ৩/নুরুল হক প্র: আকাশ ৪/মো: হাসান ৫/সাইফুর রহমান ৬/হেলাল ও ৭/মো: তারেক হোসেন প্র:সুমন।এরা চট্টগ্রাম মহানগরীর ও কক্সবাজার জেলার বি়ভিন্ন থানার বসবাসকারী।এরা সংঘবদ্ধ আন্ত:জেলা মটর সাইকেল চোরচক্রের সদস্য। সুযোগ বুঝে চুরি করে ঘষামাজা করে ইন্জিন নং ও চেসিস নং পরিবর্তন করে কমদামে বিক্রি করার অভিযোগ পাওয়া যায়।পটিয়া থানার ওসি নুরুজ্জামান বলেন, পটিয়া থানার প্রতিটি ইউনিয়ন অপরাধ দমনে পুলিশ কঠোর ভুমিকা পালন করছে।গোপন সুত্রে খবর পেয়ে আন্তঃ মোটরসাইকেল চোরচক্রের সদস্য গ্রেফতার ও ২টি অবৈধ মটর সাইকেল উদ্ধার করে। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় পেনাল কোটের ধারা-৪১৩-এ অনুযায়ী মামলা নং-১৩,১৮/১১/২৫ রুজু করা হয়। আইনী প্রক্রিয়ায় তাদের আদালতে সোপর্দ করা হলে,আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।











মন্তব্য