আলমগীর কবির চট্টগ্রাম।। চট্টগ্রাম নৌবাহিনী স্কুল এন্ড কলেজের বাসের ধাক্কায় এক ব্যবসায়ী গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) যোহর নামাজ পড়ার জন্য তিনি মসজিদে রওনা দেওয়ার পথে কাপ্তাই চন্দ্রঘোনা এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,বড়ই ছড়িস্হ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে কাপ্তাই থেকে চন্দ্রঘোনা গামী নৌবাহীনির স্কুলএন্ড কলেজের ছাত্রছাত্রী পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে তার মাথায় ধাক্কা দেয়। এতে সে মাটিতে লুটিয়ে পড়লে স্হানীয়রা সেখান থেকে তাকে উদ্বার করে বড়ইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে চট্টগ্রামে এম্বুলেন্স যোগে প্রেরন করে। পুর্বও বহু সড়ক দুঘর্টনায় নৌবাহিনীর বেপরোয়া গাড়ি গুলোর কারনে নিহত আহত হওয়ার অনেক ঘটনায় স্হানীয় পরিবার গুলো ক্ষতি গ্রস্হ হলেও এখনো তারা কিংবা নৌ কতৃপক্ষ কোন সর্তকর্তা অবলম্বন করেনি। ছোট একটি গ্রামের জনপদের রাস্তা মতো প্রায় আশেপাশে বস্তি গ্রামিন হাটবাজার সর্তকর্তা না থাকায় কেবল তাদের বেপরোয়া চলাচলের কারনেই ঘনঘন স্পীড ব্রেকার বসানো হয় মুল সড়কই। কিন্তু এতেও কোন কাজে অাসছে না। বিষয় টি নিয়ে জানতে চাইলে সহ অধ্যাক্ষ মোঃ জাঙ্গিরঅালম জানান, সে ব্যাপারে চালকের বিরুদ্ধে ব্যবস্হা গ্রহন করা হবে। তিনি আরো বলেন, তারা কেউ নৌবাহিনীর ড্রাইভার নয়। পাবলিক ড্রাইভার।দেখা গেছে অহতের মাথায় ও খানের ভিতর থেকে রক্ত ঝরছে। তার পরিবারের সদস্যরা পাশে বসে রয়েছে এম্বুলেন্সের ভিতর। বেপরোয়া নৌবাহিনীর স্কুলবাসের দুর্ঘটনা। গাড়ি দেখলেই যেন আতন্ক। পরপর বিভিন্ন স্পীড ব্রেকার দেওয়া হয় কেবল গাড়ির গুলোর জন্য । এর পর ও এই রূপ সড়ক দুর্ঘটনা, এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করছে।











মন্তব্য