আজিজুল ইসলাম,নেছারাবাদ,পিরোজপুর >>> পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার ১নং বলদিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর আন্দোলনের আদর্শে উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে চলছে এক অনন্য উন্নয়ন কার্যক্রম।আজ শুক্রবার ইউনিয়নের খেজুরবাড়ী (নারদের বাড়ি সংলগ্ন) রাস্তায় সংস্কার এবং বক্স কালভার্টে মাটি ভরাট করে স্থায়ীকরণের মাধ্যমে সম্পন্ন হয়েছে ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের ২১তম প্রকল্পের কাজ।গত কয়েক সপ্তাহ ধরে ইউনিয়নের বিভিন্ন স্থানে পুল ও রাস্তা নির্মাণ-সংস্কারের এই ধারাবাহিক উদ্যোগ স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।স্থানীয়রা বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এটি একটি অনন্য দৃষ্টান্ত, যা জনগণের ঐক্য, সহযোগিতা ও নেতৃত্বের সঠিক দিকনির্দেশনা থাকলে গ্রামীণ উন্নয়ন কেমনভাবে সম্ভব—তার বাস্তব প্রমান।বলদিয়া ইউনিয়নের বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে প্রতি শুক্রবার বিভিন্ন এলাকায় রাস্তা ও পুল নির্মাণ বা সংস্কার করা হচ্ছে।এর মধ্যে উল্লেখযোগ্য কিছু কাজ হলো—বলদিয়া মলুহার বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন পুলে নতুন ছাউনি স্থাপন,কেরামদ্দি সালাম মেম্বার বাড়ি সংলগ্ন দুটি নতুন পুল নির্মাণ,৬নং ওয়ার্ড ফকির বাড়ি রাস্তায় ৬০০ ফুট মেরামত,জিলবাড়ী মসজিদ সংলগ্ন বেলুয়া নদীর ভাঙনে নতুন পুল নির্মাণ,রাজাবাড়ী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে স্টিল এঙ্গেল দিয়ে নতুন পুল,সোনারঘোপ ও কাটাপিঠানিয়া দুর্গা মন্দির সংলগ্ন তিনটি নতুন পুল নির্মাণ,বিন্না কাইলান্তরী ও দক্ষিণ বিন্না এলাকায় রাস্তা মেরামত ও নতুন পুল নির্মাণ,সর্বশেষ, খেজুরবাড়ী এলাকায় রাস্তা সংস্কার এবং কালভার্টে মাটি ভরাট করে স্থায়ীকরণ,সব মিলিয়ে এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে ২১টি পুল ও রাস্তা নির্মাণ-সংস্কার কার্যক্রম।স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ইউনিয়নের অনেক রাস্তা ও পুল জরাজীর্ণ অবস্থায় ছিল। সরকারি তহবিল বা প্রকল্প না থাকলেও জনগণ ও বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে সেইসব অবকাঠামো এখন মেরামত হয়েছে। তাদের ভাষায়,“এই উদ্যোগ উন্নয়ন, ঐক্য ও স্বনির্ভরতার এক বাস্তব দৃষ্টান্ত। বলদিয়ার মানুষ এখন নিজেরাই নিজেদের উন্নয়ন করছে।” বিএনপি নেতৃবৃন্দ জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ গড়ার আদর্শেই তারা কাজ করছেন। এই উন্নয়ন শুধু অবকাঠামোগত নয়, বরং সমাজে সহযোগিতা ও ঐক্যের নতুন উদাহরণ তৈরি করছে।জনগণের স্বেচ্ছাশ্রম ও সহযোগিতায় এভাবে কাজ চলতে থাকলে বলদিয়া ইউনিয়ন আরও এগিয়ে যাবে বলে মনে করেন স্থানীয়রা।তারা আশা প্রকাশ করে বলেন,“যদি প্রতিটি ইউনিয়নে জনগণের উদ্যোগে এমন উন্নয়ন হয়, তাহলে বাংলাদেশ সত্যিকারের স্বনির্ভর গ্রাম হবে। বলদিয়া ইউনিয়নে বিএনপির এ ধারাবাহিক উন্নয়ন প্রমাণ করছে— দলটি শুধু আন্দোলন-সংগ্রামের নয়, বরং জনগণের পাশে থেকে উন্নয়ন, স্বনির্ভরতা ও জনকল্যাণে নিবেদিত একটি শক্তি।











মন্তব্য