- মিজানুর রহমান নিজস্ব প্রতিনিধি>>>
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যার্ত এলাকা পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান। বুধবার ও বৃহস্পতিবার উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মুড়িয়াঘাট, রায়গঞ্জ ইউনিয়ন ও বেরুবাড়ি ইউনিয়নে ও নুনখাওয়া ইউনিয়নের কিছু বন্যার্থ এলাকা পরিদর্শন করেন তিনি। বৃহস্পতিবার নৌকাযোগে নুনখাওয়া ইউনিয়নের চর কাপনা, ব্যাপারীরচরসহ কয়েকটি এলাকা পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রতন কুমার সাহা, নুনখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী তৌহিদুল ইসলাম প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান বলেন আমরা সর্বদা বন্যার্ত এলাকার খোঁজ খবর রাখছি। উপজেলার প্রশাসনের পক্ষ হতে বন্যার্ত পরিবারকে সব ধরণের সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি।
মন্তব্য