মিজানুর রহমান নিজস্ব প্রতিনিধি>>>
কুড়িগ্রামের নাগেশ্বরী থানার একটি টিম গত ২১ জুন ২০২৩ তারিখ রাত আনুমানিক সাঁড়ে ১১টার সময় নাগেশ্বরী থানাধীন নেওয়ানি ইউনিয়নের উত্তর সুখাতি বৌদ্ধটারী গ্রামের সরকারের মোড়ে পাঁকা রাস্তার উপর থেকে অনন্তপুর বেড়াকুটি গ্রামের কুখ্যাত মাদক কারবারি রাকিবুল ইসলাম ও নাঈম (২৫), বেড়াকুটি গ্রামের জাকির হোসেন (২৪), ফকিরটানা বানিয়াপাড়া গ্রামের মমিনুল ইসলাম (২৫) দেরকে ১৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
মন্তব্য