কুড়িগ্রাম প্রতিনিধি:>>
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের স্থানীয় বাসিন্দা দেবীপুর মৌজার দুলাল একই এলাকার চম্পক কুমার মোহন্ত ও গোপালের সাড়ে দশ শতাংশ জমি ক্রয় করেন।কিন্তু ঐ এলাকার চম্পক কুমার মোহন্ত ও গোপালের বড় ভাই খোকন এর সাড়ে সাত শতাংশ জমি ক্রয় করেন ফুলবর গংরা।ফুলবরের ক্রয়কৃত সাড়ে সাত শতাংশ জমির দাগ ও পজেশন উল্লেখ করা হয় বসত বাড়ির সাথে সেখানে উল্লেখিত জমি।ফুলবরের দাবি আমার ক্রয়কৃত দাগে সাড়ে দশ শতাংশ জমি ক্রয় করেন দুলালচন্দ্র সে জোর পূর্বক আমার উল্লেখিত পজেশনে স্থপনা করে ছিল উক্ত জমি পজেশন না দিয়ে আওয়ামীলীগের দাপটে বিক্রিত মালিকের ভাই ,অনেক বার মিথ্যা মামলা দিয়ে হয়রানি স্বীকার করেছে।এবং আমার কাছে জমিটি বিক্রির পরে দখল না দিয়ে বিভিন্ন পায়তাড়া করে আসছে। আমি অনেকবার বিচার শালিস করে জমি পজেসনে আনতে পারিনি আমার লোকজন নাই বলে। আজ আমি আমার জমি দখলে নিয়েছি। স্থানীয়রা জানান সেখানে বেড়া বিহীন একটা ঘরছিলো আমরা শুনেছি এই জায়গা ফুলবরেরা ক্রয় করেছে।
এবিষয়ে এলাকার মুরুব্বি সমাজ জানায় আমরা একাধিকবার এর সমাধান করতে ব্যর্থ হই এ সুযোগে বিক্রিত মালিকের ভাই দুলাল চন্দ্র ইউনিয়নের আওয়ামীলীগ নেতাদের দাপটে দখল ছাড়ে নি ।আজ (মঙ্গলবার) ৬ আগষ্ঠ সকালে জমির উপর স্থাপনা উচ্ছেদ করে তার দলিলে দাগ ও নির্দেশনা অনুযায়ী খুটি গেরে দখলে নেয় বলে জানাগেছে। তবে এ দখল ঘিরে মোটামুটি হট্টগোল সৃষ্টি হয় পরে এলাকার স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত হয়ে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সুষ্ট সমাধান করবেন বলে আশ্বাস দেয় ।এবিষয়ে নাগেশ্বরী উপজেলার নির্বাহী অফিসার সিব্বির আহমেদ কে অবগত করলে তিনি জানান লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











মন্তব্য