জিয়া( শিবপুর) প্রতিনিধি >>> নরসিংদী আন্ত:জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আয়োজনে বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ০৩ ডিসেম্বর) বিকেলে শাহেপ্রতাব চত্বরে জেলা মালিক সমিতির সভাপতি তারুণ্যের প্রতীক, শ্রমিক বান্ধব নেতা, জনাব সারোয়ার হোসেন মৃধার সার্বিক তত্ত্বাবধানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল যুক্ত হয়ে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য , নরসিংদী পলাশ আসনের সাবেক এমপি ও মন্ত্রী ড.আবদুল মঈন খান!! অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।











মন্তব্য