বদরুল ইসলাম নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধ>>> নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান চৌধুরী সেফু।তিনি চিংড়ি প্রতীকে ২৫ হাজার ১৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম ঘোড়া প্রতীকে ২১ হাজার ৭৫১ ভোট।আরেক নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট সুলতান মাহমুদ মোটরসাইকেল মার্কায় ২০৫৬৩ভোট,ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে ৩৯ হাজার ৭৬০ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাইফুল জাহান চৌধুরী।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বই প্রতীক নিয়ে মো. সিদ্দিকুর রহমান চৌধুরী পেয়েছেন ১৮ হাজার ৪৪১।ফুটবল প্রতীক নিয়ে ৮৬ হাজার ৬১৫ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শেখ ছইফা রহমান কাকলী।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমা বেগম হাঁস প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৫৪৪।রিটার্নিং কর্মকর্তা হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান এ ফলাফল ঘোষণা করেন।এর আগে মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত ওই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বদরুল ইসলাম
সিলেট বিভাগ
হবিগঞ্জ
নবীগঞ্জ
মন্তব্য