কলমে নাজিয়া আফরিন ।।।
………….…..…..…..…..……
ধূলোয় ধূসর ধরা আমার,
তোমার শুধু গল্প কয়,
অল্প কথায় হয়না প্রকাশ,
এ অল্প কোন, গল্প নয়।
এই বুকেতে খুব কাছেতে,
রেখেছি তোমায় উষ্ণ আঁচে।
কেমন করে পালাবে তুমি?
প্রেম বিনে মন কেমনে বাঁচে।
আমি তো এক সরলমনা,
প্রেম রয়েছে, নয় কামনা।
জানি জানি ভালোবাসি,
তোমার প্রেমেই মন উদাসী।
কেমন করে বোঝাই তোমায়,
কেমন করে জানাই।
তোমায় চেয়ে দু’চোখেতে,
ঘুম দিয়েছি কামাই।
মন্তব্য