আরেফিন ইসলাম,নীলফামারী জেলা প্রতিনিধি>>>নীলফামারী জেলা, জলঢাকা থানার ধর্মপাল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উপনির্বাচনে সাধারণ সদস্য পদে টিউবওয়েল প্রতীক নিয়ে লড়বেন মহিলা প্রার্থী ফাতেমা বেগম (৫০)। যিনি সাবেক প্রার্থী মরহুম দুলাল হোসেনের স্ত্রী।গত ১৮ জুন (রবিবার) মনোনয়নপত্র গ্রহণ করেন এ প্রার্থী। এসময় উপস্থিত ছিলেন ধর্মপাল ইউনিয়ন ফেডারেশনের সাবেক চেয়ারম্যান মোঃ রাজা ইসলাম (৫০) সরকার আমেদুল ইসলাম (৩৫) মোঃ আব্দুল মান্নান (৬০) সাংবাদিক আরেফিন ইসলাম সহ অন্যান্য গণমাধ্যম কর্মী ও সাধারণ জনগণ।জানা যায়, ২০২২ সালে স্থানীয় নির্বাচনের মাত্র সাত-আটদিন পূর্বে সম্ভাব্য বিপুল সংখ্যক ভোটে বিজয় প্রত্যাশী, ফাতেমা বেগমের স্বামী মোঃ দুলাল হোসেন স্টক করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করে। এ সময় এ প্রার্থীর অনুপস্থিতিতে অপর প্রার্থীদের মধ্যে মোঃ মোবারক আলী (৮০), দুলাল হোসেনের পারিবারিক সম্মতি ও টিউবওয়েল মার্কার (মৃত:দুলাল হোসেনের প্রতীক) ভোটারদের ভোটদানে জয়লাভ করে। কিন্তু কথায় আছে- ‘ভাগ্যের লিখন, না হয় খন্ডন’ এ সদস্যও নির্বাচিত হওয়ার প্রায় ২ (দুই) বছর দায়িত্ব পালন করে অসুস্থ্য হয়ে ইন্তেকাল করেলে শূন্য হয়ে পড়ে পদটি ।ফলে,গত (৩১ মে) বুধবার এক প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশন সচিবালয়।প্রজ্ঞাপনে বলা হয়,স্থানীয় সরকার আইন, ২০০৯-এর ধারা ২০ এবং স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০ অনুযায়ী মাননীয় নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদের নির্বাচন ব্যালোডের মাধ্যমে অনুষ্ঠানের জন্য রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জুন ২০২৩, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই এর তারিখ ১৯ জুন,প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন, এবং ভোটগ্রহণের তারিখ ১৭ জুলাই ২০২৩ নির্ধারণ করা হয়েছে।প্রথম দিকে ফাতেমা বেগম উপনির্বাচনে অংশগ্রহণ করতে অনিচ্ছুক হলে তারই দেবর মোঃ আমিনুর রহমান (৪৫) বড় ভাই মরহুম দুলাল হোসেনের ইচ্ছা পুরণে মনোনয়নপত্র গ্রহণ করে।তাদের ধারণা শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ সাবেক প্রার্থী মরহুম দুলাল হোসেনকে নির্বাচনী প্রচারণাকালে নিশ্চিত বিজয় ঠেকাতে দুষ্টচক্র খাদ্যের সাথে জীবানু কিংবা জীবননাশক মিশিয়ে দেয় ,ফলে দুপুর বেলা বাড়িতে আসার সাথে সাথে মৃত্যুর কোলে ঢোলে পড়ে।মরহুমের স্ত্রী বলেন-আমার স্বামী বাড়িতে এসে কোনরকম গোসল করে এবং একপর্যায় খারাপ লাগা শুরু হলে আমায় বলে খাদ্যের সাথে আমার শরিরে বিঁষ প্রয়োগ করা হয়েছে।ভিতরটা জ্বলে যাচ্ছে, এই বলে জ্ঞান হারিয়ে ফেলে।বিশ্বস্ত সূত্রে জানা যায়, স্টক রোগীর যে নমুনা তার কোনটিই উপস্থিত ছিলনা এই রোগীর শরিরে। তাই নির্বাচনের জন্য যে ভাইয়ের জীবন গেলো তার আত্মার শান্তির জন্য হলেও নির্বাচনে লড়তে মনোনয়নপত্র গ্রহণ করে আমিনুর রহমান। কিন্তু ০৫ নং ওয়ার্ডের সাধারণ জনগণ ফাতেমা বেগমকে সমর্থন করায় আমিনুর রহমানের পরিবর্তে সক্রিয়ভাবে উপনির্বাচনে সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র গ্রহণ করেসাংবাদিকের প্রশ্নে সাধারণ জনতা বলেন,দল-মত,ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপুল ভোটে টিউবওয়েলকে বিজয় করবো।নাম প্রকাশে অনিচ্ছুক, এক ব্যক্তি বলেন,প্রার্থী যদিও তিন জন, তার মধ্যে একজন নাঙ্গাভুখা (অকর্মা বা দুষ্ট) বাকিজনের কথা কিছু বলবো না তবে স্লোগান হবে ‘খাও টাকা মারো ভোট টিউবওয়েলে মোরা ঐক্যজোট।’
শ্রী সইত্যান নামে এক যুবক বলেন,দুলাল দাদা ভাল লোক ছিলো,সকলের উপকার করেছেন তার পরিবারও অনেক ভাল। আশা করছি এবার তার স্ত্রী ফাতেমা বেগম বিপুল ভোটে জয়ী হবে।
মন্তব্য