১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান ইসরাইলি হামলায় ১১ দিনে ইরানে নিহত ৫০০ রোহিঙ্গা সংকট মোকাবেলায় স্থানীয় নেতৃত্বের কোন বিকল্প নেই। কোস্ট ফাউন্ডেশনের আন্তর্জাতিক শরনার্থী দিবসের আলোচনা সভায় বক্তারা ঈদের পর লন্ডন সফরে যাচ্ছেন ড. ইউনূস রাতব্যাপী আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান, ঘোষণা ট্রাম্পের পাকিস্তানি বাহিনীর গুলিতে ৫০ ভারতীয় সেনা নিহত’ ভারতের ১৫টি শহরে পাকিস্তানের পাল্টা হামলা, উভয় দেশে তীব্র সামরিক উত্তেজনা   ভারতের ১২ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানে যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে ভারত পানি বন্ধ করলে যুদ্ধের ইঙ্গিত পাকিস্তানের
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • দেবিদ্বারের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি আবুল কাসেম ওমানী আটক।
  • দেবিদ্বারের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি আবুল কাসেম ওমানী আটক।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লা >>> কুমিল্লা দেবীদ্বার উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আবুল কাশেম ওমানীকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ৪ আগস্ট দেবিদ্বারে বৈষম্যবিরোধী আন্দোলনে আমিনুল ইসলাম সাব্বির (১৭) হত্যা মামলায় আজ শনিবার (২১ জুন) সন্ধ্যায় কুমিল্লা নগরীর ছাতিপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার আবুল কাশেম ওমানী দেবীদ্বার পৌরসভা এলাকার মৃত ছেলে মৃত মোহাব্বত আলীর ছেলে। তিনি সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের অনুসারী।জেলা ডিবির ওসি মো. আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গুলিতে মারাত্মক আহত হন অটোরিকশাচালক আমিনুল ইসলাম সাব্বির (১৮)। এরপর চিকিৎসাধীন অবস্থায় ২১ দিন পর মারা যান তিনি। আমিনুল দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে।ওই ঘটনায় নিহত সাব্বিরের মামা মো.নাজমুল হক বাদী হয়ে গত বছরের ১৪ সেপ্টেম্বর আদালতে ৯৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেন।দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, আবুল কাশেম ওমানী নিহত আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি। গত বছরের ৫ আগস্টের পর তিনি কুমিল্লায় আত্মগোপনে ছিলেন। শনিবার সন্ধ্যায় কুমিল্লা ডিবি পুলিশের একটি দল তাকে কুমিল্লা থেকে আটক করে।তাকে আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল রবিবার সকালে আদালতে সোপর্দ করা হবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page