মীর জাহেদ রাঙ্গুনিয়া (প্রতিনিধি) ঐক্যবদ্ধ রাঙ্গুনিয়া নাগরিক ফোরামের উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম মহানগরীতে বসবাসরত রাঙ্গুনিয়াবাসীদের নিয়ে প্রীতি সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান রোববার (২৬ অক্টোবর) ২০২৫ ইং সন্ধ্যায় নগরীর এক কমিউনিটি সেন্টারে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন,”রাঙ্গুনিয়ার উন্নয়ন, শিক্ষার অগ্রগতি এবং জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও জাতীয় সংসদের সাবেক হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি বলেন,”দেশ-বিদেশে যারা রাঙ্গুনিয়ার সুনাম বৃদ্ধি করছেন তাদের সাথে এই সুসম্পর্ক ও সহযোগিতা আরও বাড়াতে হবে।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরের জামায়াত আমীর জনাব আলাউদ্দিন সিকদার, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ ফজলুল করিম চৌধুরী এবং মাওলানা মুহাম্মদ মিয়া হোসাইন শরীফ।অনুষ্ঠানে প্রকৌশলী শফিউল আলম, আবু তালেব, ইয়াহিয়া মাহমুদ রিজভী, ইসমাইলসহ গুণীজন আ.ন.ম শামসুল আলম, বিটিভি সাংবাদিক দেবাশীষ দাশ, উত্তর জেলা খেলাফত মজলিস আমীর মুফতি আবুল কালাম আজাদ, অধ্যাপক প্রণয় কুমার বড়ুয়া ও লুটাস বড়ুয়া শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য দেন আব্দুল কুদ্দুস ও মুহাম্মদ ইউনুস। রাঙ্গুনিয়া ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বক্তব্য দেন ডাক্তার জিতু দাশ গুপ্ত। নাগরিক ফোরামের পক্ষ থেকে বক্তব্য দেন মুহাম্মদ রাশেদ তালুকদার।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান।উদ্বোধনী বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা জামায়াত আমীর মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ।আয়োজনে সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা শওকত হোসাইন।
প্রোগ্রামটি শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে; তেলাওয়াত করেন মাওলানা হিজবুল্লাহ আল মুজাহিদ।শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা।











মন্তব্য