নরসিংদী( শিবপুর) প্রতিনিধি >>> নরসিংদীর শিবপুর উপজেলার দত্তের গাঁও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান ঝাঁক জমক ভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ( পিআরএল) ও দত্তের গাঁও উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডক্টর শাহনওয়াজ দিলরুবা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসাইন, মাছিমপুর ইউপি চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন। প্রাক্তন ছাত্র মোঃ কবির মিয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন দর্জি, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শেখ মানিক, সাবেক সাধারণ সম্পাদক এসএম আরিফুল হাসান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম খান, সাবেক প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন রিকাবদার, প্রতিষ্ঠাতা এমদাদুল হক খান, সহঃ প্রধান শিক্ষক মোঃ সামসুউদ্দিন ভূইয়া, ঢাকা জজ কোর্টের এপিপি এডভোকেট এনামুল হক খান প্রমুখ।
মন্তব্য