নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
দীর্ঘদিন পর তৃণমূলে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচিকে ঘিরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় শুরু হয়েছে প্রচার তৎপরতা।
শনিবার (২৮ জুন) বিকেলে উপজেলার বেরুবাড়ি ইউনিয়নের বিভিন্ন বাজার ও সড়কে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় ২০০ নেতাকর্মী লিফলেট বিতরণ করেন। তারা কর্মসূচির মূল বার্তা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা তুলে ধরেন সাধারণ মানুষের কাছে।
এ কর্মসূচির নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিজুল হক। তিনি বলেন, ‘৩১ দফা কোনো দলীয় প্রচার নয়; এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের রূপরেখা। জনগণের অধিকার, সুশাসন ও ন্যায়ের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতেই আমরা মাঠে নেমেছি।’
প্রচারে আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক খাদ্য ও কৃষি বিষয়ক সম্পাদক ডাঃ আব্দুল আউয়াল বাবলু,বেরুবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস শাফী মোল্লা, যুগ্ম সম্পাদক আক্কাছ আলী, সিনিয়র সহসভাপতি সাইফুর রহমান এবং যুবদল আহ্বায়ক আমজাদ হোসেন, যুগ্ন আহ্বায়ক হেলাল ব্যাপারী প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ভাইস প্রেসিডেন্ট ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আপেল মাহমুদ।
মন্তব্য