২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চারঘাটে ডোবা থেকে অজ্ঞাত যুবকের লা’শ উদ্ধার চারঘাটে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোদাগাড়ীতে সীমান্তে বিজিবির অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ কোম্পানীগঞ্জে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে মধ্যপূর্ব চরহাজারী যুব সংঘ বাঘা উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে বিদায়ী ও নবাগত অফিসারকে সংবর্ধনা রাজশাহীতে ৫২ তম গ্রীষ্মকালীন ক্রিয়া প্রতিযোগিতা ২০২৫ সমাপনী তানোরে বিষাক্ত কীটনাশক স্প্রে করে পোড়ানো হলো পরিপক্ক ধানক্ষেতের ফসল লোহাগাড়ায় ১৩ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ রাজবাড়ীতে দিনের বেলায় মসজিদের আইপিএস ব্যাটারি চুরি সাতকানিয়ার ইউপি চেয়ারম্যান বাকলিয়ায় আটক
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> সিলেট
  • জৈন্তাপুরে সারী নদী ও ৪নং বাংলা বাজার বালু মহাল খুলে দেয়ার দাবী জানিয়ে বারকি শ্রমিক সহ শ্রমজীবি মানুষের মানববন্ধন কর্মসূচি পালন
  • জৈন্তাপুরে সারী নদী ও ৪নং বাংলা বাজার বালু মহাল খুলে দেয়ার দাবী জানিয়ে বারকি শ্রমিক সহ শ্রমজীবি মানুষের মানববন্ধন কর্মসূচি পালন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা>>> জৈন্তাপুর উপজেলার সারী নদী ও ৪নং বাংলা বাজার রাংপানি নদী বালু মহাল খুলে দেয়ার দাবী জানিয়ে স্থানীয় বারকি শ্রমিক সহ শ্রমজীবি মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।মানববন্ধনে বক্তারা বলেন,সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হাজার হাজার শ্রমজীবি মানুষের কর্মসংস্থানের একমাত্র কর্মস্থল সারীঘাট লালাখাল সারী নদী ও রাংপানি ৪নং বাংলা বাজার বালু মহাল অন্তত এক সপ্তাহ থেকে স্থানীয় উপজেলা প্রশাসন এদু’টি বালু মহাল পরিবেশের কথা বলে বন্ধ করে দিয়েছেন।ফলে অত্র এলাকার কয়েক হাজার নৌকা (বারকি) শ্রমিক পরিবহন,বেলচা শ্রমিক বেকার হয়ে মানবতের জীবন যাপন করছেন।সরকারের নিকট বালু মহাল দু’টি অবিলম্বে খুল দেয়ার জোর দাবী জানানো হয়েছে।সভায় বক্তারা আরও বলেন,এই অঞ্চলের বারকি শ্রমিকরা যুগ যুগ থেকে সাধারণ শ্রমজীবি মানুষ বালু মহাল দু’টি থেকে বালু-পাথর উত্তোলন করে তাদের জীবন জীবিকা নিবার্হ করে আসছেন।প্রশাসন পরিবেশের কথা বলে সারীঘাট লালাখাল সারী নদী ও রাংপানি ৪নং বাংলা বাজার,জাফলং,শ্রীপুর,ভোলাগঞ্জ,বিছনাকান্দি বালু পাথর কোয়ারী বন্ধ রেখেছে।সনাতন পদ্ধতি’তে সিলেটের সবক’টি বালু মহাল ও পাথর কোয়ারী খুলে দেয়ার জোর দাবী করেন।২৫ অক্টোবর শুক্রবার-২০২৪ খ্রি: বিকেলে সিলেট তামাবিল মহাসড়কের সারীঘাট দক্ষিণপার এবং ৪নং বাংলা বাজার এলাকায় পৃথক ভাবে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।সারীঘাট মানববন্ধন কর্মসুচি’তে সভাপতিত্ব করেন সারীঘাট বারকি শ্রমিক সমিতির সভাপতি আমীর আলী। বক্তব্য দেন নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শহিদ শুক্রর মেম্বার,মাহমুদ আলী মেম্বার,ব্যবসায়ী আব্দুস সোবাহান, হাফিজ মখলিছুর রহমান,সালেহ আহমদ,রহিম উদ্দিন,কুটি মিয়া,শামীম আহমদ,নজির আহমদ,মিডিয়া কর্মী সোহেল আহমদ, রহমান আলী।৪নং বাংলা বাজার এলাকায় আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব।বক্তব্য রাখেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, আহমদ আলী মেম্বার,সমাজসেবী আব্দুল আহাদ,শ্রমিক নেতা সুনিল দেবনাথ,ফারুক আহমদ,ওদুদ মিয়া,কামাল হোসেন ও খোরর্শেদ আলম,জহির উদ্দিন,বাসির আহমদ,রমিজ উদ্দিন, আব্দুল বারিক ও কবির আহমদ ।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page