২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুঠিয়ায় জামায়াতের বিক্ষোভ -মিছিল, বিচার দাবি ও স্মরণ সভা অনুষ্ঠিত হিজড়া জনগোষ্ঠীর সমঅধিকার নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের ইতিহাসের সাক্ষী: বাঁশখালীর বখশী হামিদ মসজিদ ও মোঘল স্থাপত্যের নিদর্শন নাটোরে বিএডিসি বীজ ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভোলায় শীতে উপযোগী করতে হাঁস পালনে ব্যস্ত খামারীরা৷ জুলাই সনদ বাস্তবায়নে সুনামগঞ্জ জামায়াতের বিক্ষোভ সমাবেশ ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন স্মারকলিপি প্রদান প্রতিবাদ সভা অনুষ্ঠিত ইউটিউবে অনুপ্রাণিত প্রিন্স এখন সফল উদ্যোক্তা সুনামগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নেছারাবাদে যুবদলের ৪৭ বছরের গৌরবময় যাত্রা উদযাপনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> জাতীয় >> শিক্ষা >> শীর্ষ সংবাদ
  • জৈন্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহে বিভিন্ন ক্যাটাগরীতে যারা মনোনীত।
  • জৈন্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহে বিভিন্ন ক্যাটাগরীতে যারা মনোনীত।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মো সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি, সিলেট।

    জৈন্তাপুর মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে জৈন্তাপুর উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরী’তে যারা মনোনীত হয়ে সাফল্য অর্জন করেছেন।
    প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরী’তে তাদের কে মনোনীত করা হয়েছে। ১৪ মে উপজেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্বে) আবু সাঈদ মো: আব্দুল ওয়াদুদ স্বাক্ষরিত একটি পত্রে এসব তথ্য জানানো হয়েছে।শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসাবে সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, হযরত শাহজালাল (র:) কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অজয় কুমার রায়, চতুল আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউট’র সুপার হেলাল আহমদ। শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, হযরত শাহজালাল (র:) কলেজের শিক্ষক কবিতা দাস, চতুল আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউট’র শিক্ষক মরিয়ম বেগম সুমা।
    শ্রেষ্ঠ শিক্ষার্থী জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্রী তাসফিয়া মাজাবিন মাইশা, হযরত শাহজালাল (র:) কলেজের একাদশ শ্রেনীর ছাত্র ইমরান আহমদ। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে মনোনীত করা হয়েছে জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়,হযরত শাহজালাল (র:) কলেজ, চতুল আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউট।
    এছাড়া,শ্রেষ্ঠ গার্ল গাইড ঋদি দে, রোভার সালমান আহমদ, রোভার শিক্ষক মো: রুহুল আমিন, রোভার গ্রুপ চিকনাগুল হযরত শাহজালাল র:) কে নির্বাচিত করা হয়।এদিকে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে যারা মনোনীত হয়েছেন তাদের সবার প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক, যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবী আব্দুল গাফফার চৌধুরী খসরু, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী,জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম,দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার,ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ,চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: হানিফ। নেতৃবৃন্দ বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জৈন্তাপুরে যারা বিভিন্ন ক্যাটাগরী’তে নির্বাচিত হয়েছেন নিজ নিজ অবস্থান থেকে তাদের প্রতিষ্ঠানের সুনাম ও ব্যক্তির মর্যাদা অক্ষুন্ন রেখে ভবিষ্যতে আর এগিয়ে যাবেন। তাদের সকলের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page