দ্বিতীয় পাঠ>>>রানের সমীকরন পায় টাইগাররা।
শেষ ওভারে শানাকার প্রথম বলে রিসাদ ও তৃতীয় বলে আউট হন জাকের। ৪টি চার ও ৬টি ছক্কায় ৩৪ বলে ২শ স্ট্রাইক রেটে ৬৮ রান করেন জাকের। চতুর্থ বলে শরিফুল বাউন্ডারি মারলে শেষ ২ বলে ৬ রান দরকার পড়ে বাংলাদেশের। কিন্তু শেষ ২ বলে ২ রানের বেশি পায়নি টাইগাররা। ৮ উইকেটে ২০৩ রান করে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। শ্রীলংকার ম্যাথুজ-বিনুরা ও শানাকা ২টি করে উইকেট নেন।
আগামী ৬ মার্চ একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও শ্রীলংকা।
শ্রীলংকা ইনিংস :
আবিষ্কা ক লিটন ব শরিফুল ৪
কুশল ক মাহমুদুল্লাহ ব রিসাদ ৫৯
কামিন্দু ক সৌম্য ব তাসকিন ১৯
সামারাবিক্রমা অপরাজিত ৬১
আসালঙ্কা অপরাজিত ৪৪
অতিরিক্ত (বা-১, লে বা-৬, নো-১, ও-১১) ১৯
মোট (৩ উইকেট, ২০ ওভার) ২০৬
উইকেটের পতন : ১-৪ (আভিষ্কা), ২-৩৭ (কামিন্দু), ৩-১৩৩ (কুশল)
বাংলাদেশ বোলিং :
শরিফুল : ৪-০-৪৭-১ (ও-১),
তাসকিন : ৪-০-৪০-১ (ও-১),
মাহেদি : ৩-০-৩০-০ (ও-২),
মুস্তাফিজ : ৪-০-৪২-০ (ও-২, নো-১),
রিসাদ : ৪-০-৩২-১,
সৌম্য : ১-০-৮-০।
বাংলাদেশ ব্যাটিং :
লিটন ক কুশল ব ম্যাথুজ ০
সৌম্য ক আসালঙ্কা ব বিনুরা ১২
নাজমুল ক ম্যাথুজ ব পাথিরানা ২০
হৃদয় ক কুশল ব ম্যাথুজ ৮
মাহমুদুল্লাহ ক আবিস্কা ব থিকশানা
জাকের ক আসালঙ্কা ব শানাকা ৬৮
মাহেদি ক ম্যাথুজ ব বিনুরা ১৬
রিসাদ ক আসালঙ্কা ব শানাকা ০
তাসকিন অপরাজিত ২
শরিফুল অপরাজিত ৪
মোট (৮ উইকেট, ২০ ওভার) ২০৩
উইকেটের পতন : ১-০ (লিটন), ২-২১ (সৌম্য), ৩-৩০ (হৃদয়), ৪-৬৮ (নাজমুল), ৫-১১৫ (মাহমুদুল্লাহ), ৬-১৮০ (মাহেদি), ৭-১৯৫ (রিসাদ), ৮-১৯৭ (জাকের)।
শ্রীলকা বোলিং ইনিংস :
ম্যাথুজ : ৩-০-১৭-২ (ও-১),
বিনুরা : ৪-০-৪১-২ (ও-১),
থিকশানা : ৪-০-৩২-১,
শানাকা : ৩-০-৩৬-২ (ও-১),
আকিলা : ২-০-১৯-০ (ও-১),
পাথিরানা : ৪-০-৫৬-১ (ও-৯, নো-৩)।
ফল : শ্রীলংকা ৩ রানে জয়ী।
ম্যাচ সেরা: চারিথ আসালঙ্কা(শ্রীলংকা)।
সিরিজ : তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলংকা।
মন্তব্য