নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি ঘিরে আবারও তৃণমূলে সক্রিয় হয়ে উঠেছে বিএনপি। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে এ কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি নেতাকর্মীরা।
রায়গঞ্জ ইউনিয়নের বোডের বাজার ও আশপাশের সড়কে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে প্রচার কার্যক্রম চলে। এ সময় পথচারীদের হাতে তুলে দেওয়া হয় ৩১ দফার বার্তা।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিজুল হকের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন তানজিমুল ইসলাম কিরণ (যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি), ফজলার রহমান বিপ্লব (সাধারণ সম্পাদক, রায়গঞ্জ ইউনিয়ন বিএনপি), বেলাল হোসেন মানিক (সাধারণ সম্পাদক, রায়গঞ্জ ইউনিয়ন ছাত্রদল) ও আলামিন ইসলাম কিরণ (প্রচার সম্পাদক, রায়গঞ্জ ইউনিয়ন ছাত্রদল)।
গণসংযোগ চলাকালে আজিজুল হক বলেন,
“৩১ দফা কেবল দলীয় কর্মসূচি নয়—এটি জনগণের রাষ্ট্র গঠনের রূপরেখা। আমরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে তা পৌঁছে দিচ্ছি।”
স্থানীয় বাজারে এ সময় সাধারণ মানুষের মধ্যে কর্মসূচি ঘিরে কৌতূহল ও আগ্রহ দেখা যায়। অনেকে লিফলেট হাতে দাঁড়িয়ে পড়েন, অনেকে আবার নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন।
মন্তব্য