সোহেল রানা,প্রতিনিধি >>> রাজশাহীর চারঘাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গৌরশহরপুর কালীমন্দির ঘোষের আমবাগান সংলগ্ন একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চারঘাট মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ৩টার দিকে স্থানীয়রা ডোবা থেকে দুর্গন্ধ পেয়ে সেখানে গিয়ে লাশটি দেখতে পান। পরে বিষয়টি থানায় জানানো হলে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে এসআই বজলুর রহমান, এসআই রাজ্জাক, এসআই সাজ্জাদুল আমিন ও এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার পরনে ছিল নীল টি-শার্ট ও কালো প্যান্ট।চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, “লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য