আনোয়ারুল আজিম (নোয়াখালী চাটখিল প্রতিনিধি>>> নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শান্তি মিছিল নিয়ে খিলপাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাজারে এসে সভায় করা হয়েছে।সোমবার বিকেলে উপজেলার খিলপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আলী আহমেদ এর অর্থায়নে খিলপাড়া বাজারে শান্তি মিছিল সভায় বিরানি বিতরণ করা হয়।মিছিল শেষে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী আলী আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আজম জগলু,সোনাইমুড়ী উপজেলা শ্রমিকদল নেতা ফারুক হোসেন, মিন্টু সহ যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।বক্তারা বলেন স্থানীয় প্রশাসনকে সকল কাজে সহযোগিতা করুন।দলের কোন নেতাকর্মীরাসন্ত্রাস নৈরাজ্য সঙ্গে জড়ানো যাবে না। হিন্দুদের বসত বাড়ি ও মন্দির গির্জা রক্ষা করতে হবে।কেউ যেন দোকান পাট ভাংচুর ও লুটপাট করতে না পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে।যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের প্রশাসন কে ধরিয়ে দিবেন।তারেক রহমানের নির্দেশ দলীয় বিশৃঙ্খলাকারিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য