এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন >>> নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে আলাউদ্দিন (৩৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১২টার দিকে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্নে নাহার টাওয়ারে এ দুর্ঘটনা ঘটে।নিহত নির্মান শ্রমিক আলাউদ্দিন কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের গাজীরবাগ গ্রামের বড় বাড়ির মোহাম্মদ উল্যার ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার থেকে নির্মাণ শ্রমিক আলাউদ্দিন উপজেলার বসুরহাট বাজারের হাসপাতাল রোড এলাকার নাহার টাওয়ারের পঞ্চম তলায় অন্য শ্রমিকদের সঙ্গে গাঁথুনির কাজ করছিলেন।দুপুর ১২টার দিকে ভবন নির্মাণের সময় চারপাশে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানা অফিসার পুলিশ পরিদর্শক তদন্ত বিমল কর্মকার বলেন,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য