মিজানুর রহমান (জামীল) কুড়িগ্রাম:
আজ (শুক্রবার) ২১ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়,কুড়িগ্রাম এর সহকারী পরিচালক জনাব আবু জাফর মহোদয়ের সার্বিক তত্বাবধানে উপ-পরিদর্শক জনাব মোঃ মোকছেদ আলী সরকার এর নেতৃত্বে রেইডিং টিম গঠন করে কুড়িগ্রাম সদর থানাধীন মধ্য কুমরপুর মোল্লাপারা গ্রামস্থ পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা কালে একটি মিশুক অটোরিক্সা গতিরোধ পূর্বক চালকসহ,যাত্রী বেশে বসা দুইজন যাত্রীকে তল্লাশী করে বিশেষ কায়দায় FOGG বডি এসপ্রে, DABUR VATIKA নারিকেল তেলের খালি বোতেল এবং কাগজে মোড়ানো অবস্থায় ১৭০ (একশত সত্তর) বোতল ফেন্সিডিল উদ্ধার ও জব্দ করেন। আসামীগনের বিরুদ্ধে উপ-পরিদর্শক জনাব মোঃ মোকছেদ আলী সরকার বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করেন।
মন্তব্য