কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে প্রতিপক্ষের হামলায় পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নিহত হয়েছেন। নিহত আশরাফুল উলিপুর পৌর শহরের ডিশ ব্যবসায়ী আয়নাল হকের ছেলে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উলিপুর পৌর শহরের থানা রোডে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অপর একটি পক্ষের লোকজন সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে কিল-ঘুষি মারলে আশরাফুল মাটিতে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে আশরাফুলকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ বলেন,আমি ছুটিতে আছি, আমাদের অফিসারদের ম্যাধমে জানতে পেরেছি ধাক্কা-ধাক্কির ঘটনায় একজন মাটিতে পড়ে গিয়ে মারা গেছেন।
মন্তব্য