মিজানুর রহমান(জামীল) কুড়িগ্রাম
জাতীয় মৎস সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলায় আজ ২৫ জুলাই ২০২৩ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় কুড়িগ্রাম জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর দপ্তর কর্তৃক একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং জেলা প্রশাসকের কার্যালয় চত্বর পুকুর পাড়ে পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় র্যালি ও পোনা মাছ অবমুক্তকরণ মাছের খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ সাইদুল আরিফ, পুলিশ সুপার জনাব আল আসাদ মোহাম্মদ মাহাফুজুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামিলীগের সভাপতি জনাব মোঃ জাফর আলী, পৌর মেয়র জনাব মোঃ কাজিউল ইসলাম, জেলা মৎস কর্মকর্তা জনাব কালীপদ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ মিনহাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ সাজ্জাদ হোসেন সহ মৎস্য অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী, কুড়িগ্রাম জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, মৎস্য চাষি ও সাংবাদিকবৃন্দ।
মন্তব্য