আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ>>>
নীলফামারীর কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যেগে নির্বাচিত হতদরিদ্র নারীদের স্বাবলম্বী করে তুলতে প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।গতকাল সোমবার(২৬জুন)দুপুরে কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ওই কার্যালয়ে ১২জন সুবিধাভোগী প্রশিক্ষণার্থীদের মাঝে এ মেশিন প্রদান করা হয়।সুবিধাভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেন,উপজেলা সমাজ সেবা অফিসার জাকির হোসেন,এপি ম্যানাজার পিকিংচাম্বুগং,প্রোগ্রাম অফিসার নেলসন সরেন প্রমূখ।এসময় সমাজ সেবা অফিসার জাকির হোসেন বলেন,সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগী সংস্থাটি গ্রামীণজনগোষ্টির অনেক হতদরিদ্র,অসচ্ছল বেকার নারীকে কাপড় কাটিং,সেলাই প্রশিক্ষণ ও মেশিন দিয়ে স্বাবলম্বী করতে পাশে দাড়িয়েছে।যা এর মাধ্যমে তারা নিজেদের পরিবারের প্রয়োজন ছাড়াও কাপড় সেলাই করে সংসারে বাড়তি আয়ের সুযোগ সুষ্টি করে দিয়েছে।এ আবেক ঘন পরিবেশে বাহাগিলী ইউপির উঃ দুরাকুটি গ্রামের সুবিধাভোগী আরজিনা ও সদর ইউপির কামার পাড়ার শিল্পী বেগম জানান,তাদের স্বামীর একার আয়ে ঝাকুয়া সদস্যের সংসার চালানো অনেকটাই হিমশিম খেতে হয়।এখন ওয়ার্ল্ড ভিশনের উদ্যেগে ১০প্রকারের কাপড় কাটিং,সেলাই প্রশিক্ষণ ও মেশিন উপহার পেয়ে বাড়তি আয় করে সংসারে সচ্ছলতা আনার স্বপ্ন দেখছেন তারা।এর কল্যাণে সংসারের আর্থিক অনটন ঘুচবে। আশা প্রকাশ করেন,তাদের আর দুর্দিন থাকবে না।তারা আরো জানান,মানবিক উন্নয়ন সহযোগী সংস্থাটি দীর্ঘদিন যাবত এর পাশাপাশি গরু,ছাগল ও ক্ষুদ্র ব্যবসার উপকরণ দিয়ে এলাকার মানুষের জন্য নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। যা হতদরিদ্র ও অসচ্ছল মানুষের জন্য আস্থার প্রতীক হয়ে উঠেছে। তাই সংস্থাটির উত্তরোত্তর কামনা করেন।
মন্তব্য