কলমে মুন্নি আক্তার >>>
আজি শ্রাবণ সন্ধ্যায় তোমারি স্মৃতি মনে ভাসে
বিরহবিধুর কত শত স্মৃতি মন মাঝে ক্ষণে ক্ষণে হাসে আর কাঁদে!বৃষ্টি ছুয়ে যায় হৃদয়ের প্রান্তর
তবু হৃদয়ে কেন অশান্ত ঝড়?
কদমের সুবাসে ভরে গেছে পথ-ঘাট
কে জানে কার হৃদয়ে কার বাস!
হৃদয় গহনেতে বাজে যে মধুর সুর
তোমার ভালোবাসা শুধুই অদৃশ্য দূর।
আজি শ্রাবণ সন্ধ্যায় নীরবে কাঁদি একা
নীরব জানালায় জমে ওঠে হৃদয়ের ব্যথার রেখা ।
আজ সব ঘোলাটে, আবছা আলোছায়া
হয়তো তুমি আছো, হয়তোবা কোথাও নেই
আজি শ্রাবণ সন্ধ্যায় হৃদয়ে বেজে ওঠে মন খারাপের সুর
বেদনায় মোরান সব মধুর স্মৃতি
আজও তোমায় খুঁজি শ্রাবণ সন্ধ্যার শেষ প্রহরেই
জানি, পাবো না কখনো
তবু হৃদয়কে করি ক্ষতবিক্ষত বারংবার।
শ্রাবনের সন্ধ্যা নামে ধীরে যখন
চোখে আমার তখন বেদনার জল।
টুপটাপ বৃষ্টির সুরে, হৃদয়ে বেজে ওঠে অজানা বেদন
বাতাসে আজি শুধুই তোমারি গন্ধ
শ্রাবণ যেন তুমিই,তুমিই আমার অব্যক্ত কথা
অসমাপ্ত কবিতা…..
হয়তোবা আর ফিরবে না, এ মন তা বোঝে
তবু আশায় বুক বাধি, বৃষ্টি ভেজা কল্পনায় রোজে।
মন্তব্য