কবি শাহাদাত হোসেন তালুকদার >>>
জীর্ণ কুঠিরে ক্ষুধার চিৎকার
দেবতার সম্মুখে আহার,
অনাহারে কাঁদে পাষাণ দারিদ্র্য
ধার্মিকের চমকি বাহার।
মাটির দেবতা কয়না কথা
অপলক চেয়ে লোকে,
ভগবান আল্লা সিংহাসনে বসে
অবোধের কান্ড দেখে।
অশ্রুমন্ডিত পিতা বৃদ্ধাশ্রমে কাঁদে
অথচ মাজার দরবেশ পুঁজি,
ধর্মের ফিরিস্তি খৈ ফুটে মুখে
নিরুদ্দেশ মানবতা খুঁজি।
ধর্মভীরু কহিবার মানুষ সদলে
ছুটে চলি তীর্থের পথে,
বুভুক্ষের বুকে পা রাখিয়া ধার্মিক
ধর্ম মানি পরম সুখে।
ফরজ মানিতে মক্কা নগরে
মদিনায় সুন্নতের পাড়ি,
হকের রুজিতে রাজি যদি ধর্ম
হাজী হওয়ার হজ্জ করি।
দখলে নিয়ে বেদখল করি
অন্যের স্বার্থ লুট,
সত্য মিথ্যায় তফাৎ মানিনা
জাতি ধর্মের মস্ত রোগ।
হারাম হালাল তোয়াক্কা করিনা
দাবিদার সৎ সুপুরুষ,
জালিম জুলুমি কেউ বা তারা
চুমে ক্কাবা পাপ শেষ।











মন্তব্য