কলমে ঃ-নাজিম উদ্দিন।
————————————-
ঝিরঝির বরসায়
পানি চারি ধারে,
হাঁস গুলো সারাদিন
সেথা খেলা করে।
পানি করে চিকচিক
ভোর হলে পরে,
সাদা বক উড়ে এসে
সেথা মাছ ধরে।
ছোট ছোট ছেলে মেয়ে
দুপুর বেলা,
বাবা-মার বকা খায়
তবু করে খেলা।
মাঠঘাট ভরে গেছে
পানি থৈ থৈ,
সাঁঝ বেলা সবে ডাকে
আয় তৈ তৈ।
হাঁস গুলো ঘরে ফিরে
রাত হয়ে যায়,
ব্যাঙগুলো সুরে সুরে
শুধু গান গায়।
ঝিঁঝি পোকা তালে তালে
শিষ দিয়ে যায়,
জোনাকিরা দলে দলে
আলো জ্বালায়।
এরকম দৃশ্য যদি
দেখতে তুমি চাও,
ঝিরঝির বরসায়
গ্রামে চলে যাও।
****************











মন্তব্য