কলমে রিতুনুর >>>
যত দিন ছিলে এই পৃথিবীর বুকে
মানুষ ছিল সুখে।
কত উপমা তুমি রেখেছো,
এই বাংলার বুকে।
তাই আজও হে মহান নেতা,
বিশ্ববাসী তোমার
গুনগান গায়,
লাখো সালাম তোমার অজান্তেই জানায়।
জানি নীলিমা নীলে
মিশে আছো চিরনিদ্রায়,
তোমার আদর্শ বুকে ধারণ করে
আমরা করি হায়হায়।
আজ দেশে কত দূর্ণীতি
তবু মানুষ থাকে চুপ,
তোমার বেলায় দেখেছি
কত কায়দায় ভয়ানক আন্দোলনের
বিভৎস রূপ,
তুমি নাকি স্বৈরাচার ছিলে?
বলতো ওরা দু’জন মিলে।
আমি বলি তুমি মহান নেতা,
রাজ্য শাসনে তোমার তুলনা নাই
তার প্রমান
গাঁও-গ্রামের গহীনে গেলেও পাই।
হে নেতা হুসাইন মোহাম্মদ এরশাদ
তোমায় বিনম্র শ্রদ্ধা জানাই।।











মন্তব্য