কুড়িগ্রাম প্রতিনিধি
রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নতুন উদ্যমে মাঠে নামছে ভিতরবন্দ ইউনিয়ন বিএনপি। এ লক্ষ্যে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় আ খ ম শহিদুল ইসলাম স্মৃতি কিন্ডারগার্টেন মাঠে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় ও আলোচনা সভা।সভায় সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য মো. লিয়াকত আলী মিয়া। সঞ্চালনা করেন যুবদল ভিতরবন্দ ইউনিয়ন শাখার সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক।
সভায় বক্তারা বলেন,অতীতের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার সময় এসেছে।
ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সভাপতি নুরনবি মিয়া জানান, আগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে সমন্বয় না থাকায় কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। তবে এবার নতুন কমিটি হবে ঐক্যের ভিত্তিতে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মো. রিয়াজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ, সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রতন মিয়া এবং ছাত্রদলের সাবেক সভাপতি এম জেড লিটন। নেতারা বলেন, বিএনপির ৩১ দফা শুধুমাত্র কাগজে সীমাবদ্ধ রাখলে চলবে না; জনগণের কাছে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সভা শেষে নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম ডাবলু বলেন,
“এবারের কমিটি হবে যুবদল, ছাত্রদল ও ত্যাগী নেতাদের নিয়ে। আমরা ওয়ার্ড পর্যায়ে টিম গঠন করব, যারা প্রতিটি ঘরে ঘরে ৩১ দফা পৌঁছে দেবে।”
মন্তব্য