“মুকুল রাজ “
নেই কোনো অভিমান, নেই কোনো অভিযোগ,
তুমিই শুধু জীবন থেকে হলে বিয়োগ!
দ্বগ্ধভাগ্যে যন্ত্রণা হোক শুধুই আমার!
তবু হৃদয়ের দূরত্ব না বাড়ুক আমাদের!
আঘাত যত পেয়েছি থাকুক শুধু আমারি বুকে গাঁথা,
তোমার হৃদয়ে বর্ষা না আসুক! পেতে নিয়েছি মাথা!
আমার স্পর্শ,গোধূলির চাহনি আর দর্শন না হোক!
আমি চাই!আমার মতো করে অন্তর্দৃষ্টি দিয়ে,
তোমার শয্যাসঙ্গী তোমায় ভালোবাসুক।
জানি! অনবদ্য অর্ধাঙ্গিনী তুমি!
তোমার শয্যাসহচর,তোমায় গোধূলির আকাশ দেখাবে,
পাশে বসে চাঁদনি রাত দেখাবে ,
আর তোমায় তার বিরহের কবিতা শোনাবে।
তখন পড়ে যদি আমায় মনে,
আমার কবিতা তুমিও পড়িও গোপনে!
আমাদের প্রথম প্রেম-ব্যথাতুর ভরা হৃদি মন,
তখন বুঝবে কেমন ছিল চির তৃষ্ণা ভরা কাতর নয়ন!
তোমার এখন হয়েছে জীবনসঙ্গী,তুমি নারী
বিচ্ছেদ-বেদনা আমি তো সইতে পারি!
তুমি আমার হৃদয়ের কল্পলতা,
হৃদয়ে না আসুক তোমার দুঃখ ব্যথা,
আমার লাগি না ফুটুক মুখে আর প্রেম কথা।
আমাদের গোপন আঘাত,আমাদের যত শোক!
অখণ্ড মিলন, এ ব্যথা এ প্রেম না জানুক বিশ্বলোক!
মন্তব্য