কলমে রিতুনুর >>>
এসেছে বর্ষাকাল ভালো নেই
মানুষের হালচাল।
একদিনে বর্ষাতে
ডুবে গেল রাস্তাঘাট অলিগলি,
গ্রাম আর শহরতলী।
আমরা কি তাকেই বর্ষা বলি?
না, আমরা
এমন বর্ষা চাই না।
শান্তির বর্ষা চাই,
যাদের নুন আনতে পান্তা ফুরায়
তাদেরও গেছে ডুবে ঘরবাড়ি,
কষ্টে আজ তাদের মুখ ভারী।
গবাদি পশু
পায়না খেতে ঘাস,
প্যাক প্যাক ডাকে না মনের সুখে হাঁস।
ভেজা কদম বেলি
ঝরে যায় ভারী বর্ষাতে,
থাকে না কারো ভরসাতে।
ডাকে না কাক,
চুপসে গেছে ভয়ে দূরে,
ঝিঁঝিঁ পোকা ডাকে না সুরে।
হে খোদা তুমি
এমন বর্ষা দিওনা খেটে খাওয়া মানুষের
ঘুম কেড়ে নিও না।
আজকাল পৃথিবীতে সব কিছুই বদলে যাচ্ছে
বদলে যাচ্ছে হে বর্ষা
তোমার ও নিয়ম নীতি,
তাই নেই বর্ষা তোমার সাথে আমার প্রীতি।।
মন্তব্য