কলমে মুন্নি আক্তার সিলেট >>>
আমি তো আসিনি তোমাদের মাঝে
স্বার্থ উদ্ধারের জন্য!
এসেছিলাম বুক ভরা ভালোবাসা ও সম্মান নিয়ে, একটু খানিক ভালোবাসার জন্য।
নয়ন ভরা নীরব চাহনি
বোঝোনি তো কেউ।
নিরব শব্দে কেউ বলেনি
ভেবো না আমি আছি তো!!
দু ‘চোখ ভরা স্বপ্ন ছিল
হৃদয়ে ছিল ভালোবাসা।
তোমাদের দ্বারে এসেছিলাম,
দিয়েছিলাম ভালোবাসা।
অবুঝ মন বোঝেনি তো
কারো কারচুপি।
চোখের জলে বুক ভাসালো,
নিঃশব্দে একা ক্ষণে।
চেয়েছিলাম একটুখানি আলো
হৃদয়টা জোড়া দিতে
ভেবেছিলাম, কেউ তো বলবে
আমরা আছি পাশে।
আবার ফিরে গেলাম নিজ নীড়ে
স্বপ্ন ভাঙা হৃদয় নিয়ে
ভালোবাসা নাই বা পেলাম
অভিমান রয়ে যাবে মনে।
মন্তব্য