১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে ধানখেত থেকে নারীর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার সন্দেহ চোরের দশ দিন গৃহস্থের এক দিন   কিশোরগঞ্জে  এমন কৃতকর্মে ২ বালু পাচারকারীর কারাদণ্ড  শাহজালালে অগ্নিকাণ্ড: ১৭ আনসার সদস্য আহত মুক্তিযোদ্ধা অধ্যাুষিত কোলাগ্রামের রাস্তার বেহাল দশা অতিদ্রুত রাস্তাটি পাকা করনের দাবী এলাকাবাসীর। লোহাগাড়ায় বাসের ধাক্কায় দুই আরোহীর মর্মান্তিক মৃত্যু মানুষের কল্যাণে রাজনীতি করছি, ভোগবিলাসের জন্য নয়- শাহজাহান চৌধুরী  শোক_সংবাদঃ নির্যাতিত মটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ নরসিংদী জেলা কমিটির শুভ উদ্বোধন আর্থিক ঘাটতি বাড়ছে অনিশ্চয়তার ঘূর্ণিপাকে বন্দি দেশের অর্থনীতি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে খেলাধুলাকে পুনরুজ্জীবিত করা হবে— শামা ওবায়েদ
  • প্রচ্ছদ
  • দেশজুড়ে >> কক্সবাজার >> চট্টগ্রাম
  • উখিয়ায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত
  • উখিয়ায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    কামরুন তানিয়া, কক্সবাজার।। কক্সবাজারের উখিয়ায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক উপজেলা স্টিয়ারিং কমিটির ৫ম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় কর্মপরিকল্পনা স্থানীয়করণের ওপর বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদান্ত গ্রহণ করা হয়।সোমবার (২৮ এপ্রিল) উখিয়া উপজেলা পরিষদ পুরাতন ভবন-সংলগ্ন গ্লোবাল ট্রেইনিং সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় গ্লোবাল নেটওর্য়াক অব উইমেন পিস বিল্ডার্সের বাংলাদেশ প্রতিনিধি পাহিমা আহমদ।“গ্লোবাল নেটওর্য়াক অব উইমেন পিস বিল্ডার্স”-এর সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) কর্তৃক বাস্তবায়নাধীন “টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় উখিয়া উপজেলার সরকারী, বেসরকারি কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতি-কর্মীদের নিয়ে গঠিত উপজেলা স্টিয়ারিং কমিটি নারীর শান্তি ও নিরাপত্তায় কাজ করে যাচ্ছে।সোমবারের সভায় বিগত সভার বিষয়বস্তু পর্যালোচনা এবং শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিয়ে বিশদভাবে আলোচনা ও সিদান্ত গ্রহণ করা হয়।সভায় সীমান্তবর্তী উখিয়া উপজেলায় মাদক, বাল্যবিবাহ, বহুবিবাহ, বিবাহবিচ্ছেদ ও যৌন নিপীড়ন প্রতিরোধে সরকারি-বেসরকারি উদ্যোগে গঠিত কমিটিগুলোকে কার্যকর, গ্রাম আদালত, থানায় নারী ও শিশু বিষয়ক হেল্প ডেক্সে নারী কর্মকর্তার মাধ্যমে ষেবা নিশ্চিত করার সিদান্ত গ্রহণ করা হয়।এ ছাড়াও ইতিমধ্যে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নানা কার্যক্রম সমূহের বিষয়ে অবহিত করা হয়েছে।নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মপরিকল্পনার মূল বিষয় যথাক্রমে অংশগ্রহণ, প্রতিরোধ, সুরক্ষা ও পূর্নবাসন বিষয় সমূহ যথাযথভাবে নিশ্চিতের জন্য এডভোকেসি কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মাসিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।কক্সবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও স্টিয়ারিং কমিটির সদস্য মোজাফফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে আলোচনা করেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও স্টিয়ারিং কমিটির সদস্য শাহিনা আক্তার, বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ সেন, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, সাধারণ সম্পাদক জসিম আজাদ, আরাকান খেলাঘরের সভাপতি এসএম জসিম উদ্দিন, উখিয়া নাগরিক পরিষদের প্রচার সম্পাদক রফিক উদ্দিন, কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সম্পা চৌধুরী, সমাজকর্মী আনজুমান আরা ও মানবাধিকার কর্মী কমরুন নেছা (তানিয়া) এ সময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)-এর সমন্বয়কারী  এসজেডএম আবু রায়হান।উল্লেখ্য, নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) ও উপজেলা স্টিয়ারিং কমিটি মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page