৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় হিন্দু পরিবারের বাড়িতে অগ্নিসংযোগের অপচেষ্টা সাতকানিয়ায় কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে যৌথ অভিযান, এসকেভেটর অকেজো চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ, হাইকোর্টের রায় নৌবাহিনীর স্কুলের বাসের ধাক্কায় গুরুত্বর আহত এক  ব্যবসায়ী সকল ধর্ম ও বর্ণের মানুষের একটাই পরিচয় হবে আমরা বাংলাদেশি। বোয়ালখালীতে গভীর রাতে প্রবাসীর ঘরে দুর্বৃত্তদের তাণ্ডব, আহত দুই চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এডিবি কান্ট্রি ডিরেক্টর হোয়ে গুম, খুন, হত্যা ও জুলুম থেকে মুক্তি পেতে ১১দলীয় জোটকে বিজয়ী করুন। আসিফ মাহমুদ সজিব ভুইয়া চাটখিলে জেএসডির প্রার্থী অধ্যাপিকা রেহানা জিলানীর জনসংযোগ বান্দরবানে ৩০০ নং আসনে সাচিং প্রু জেরীর পক্ষে বিএনপির বিশাল মিছিল,লিফলেট বিতরণ ও পথসভা
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> ব্রাহ্মণবাড়িয়া
  • ঈদুল আযহায় মাঠ কাঁপাতে আসছে ‘কাজল বাবু’
  • ঈদুল আযহায় মাঠ কাঁপাতে আসছে ‘কাজল বাবু’

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    বাপ্পি আহমেদ,ব্রাহ্মণবাড়িয়া>>> ঈদুল আযহার আর মাত্র কিছুদিন বাকি।গরুর খামারিদের যেন দম ফেলানোর সময় নেই।সবাই ব্যস্ত তাদের খামারের গরুগুলোকে বিভিন্ন নামে বাজারে প্রদর্শনের জন্য।ক্রেতাদের আকর্ষণ করতে খামারিরা তাদের সেরা গরুগুলোকে বিভিন্ন নাম রাখছেন।খান বাহাদুর, রাজাবাবু,জায়েদ খাঁনসহ বিভিন্ন নায়কের নাম রাখছেন।ঠিক তেমনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের কালিউতা গ্রামের কৃষক হাজী সফিকুল ইসলাম তার গরুর নাম রেখেছেন ‘কাজল বাবু’।জানা যায়,নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের কালিউতা গ্রামের কৃষক হাজী সফিকুল ইসলাম সাড়ে তিন বছর ধরে এই ষাড় গরুটি লালন পালন করে বড় করে তুলেছেন।এ বছর এই কাজল বাবুকে ঈদুল আযহায় বিক্রি করা হবে।কাজল বাবুকে এখনও কোনো বাজারে তোলা হয়নি।কাজল বাবুকে দেখতে সফিকুল ইসলামের বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ।কৃষক গরুটির দাম হাকিয়েছেন সাড়ে ৭ লাখ টাকা।ওজন প্রায় ১৯ থেকে ২০ মণ হবে।জানা যায়,নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের কালিউতা গ্রামের কৃষক হাজী সফিকুল ইসলাম সাড়ে তিন বছর ধরে এই ষাড় গরুটি লালন-পালন করে বড় করে তুলেছেন।এ বছর এই কাজল বাবুকে ঈদুল আযহায় বিক্রি করা হবে।কাজল বাবুকে এখনও কোনো বাজারে তোলা হয়নি।তিনি জানান,শান্ত স্বভাবের এই ষাড় গরুটি।গরুটিকে এখনও বাজারে তোলা হয়নি।বাড়িতে রেখেই গরুটিকে বিক্রি করতে পারব।২০ মণ ওজনের কাজল বাবু নামে গরুটির দাম ৭ লাখ টাকা।তবে এখন পর্যন্ত কাজল বাবুর দাম উঠেছে ৫ লাখ টাকা।

    তারিখ: ০৩ জুন ২০২৪
    মোবাইল: ০১৯১১-৫৯৮৯০৭
    ব্রাহ্মণবাড়িয়া।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page