রিপোর্টঃ রিয়াজুল ইসলাম কাওছার ইতালি >>> ইতালির ভারেজে সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এর মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে আলোচনা ও প্রতিবাদ সভা করেছে ইতালির ভারেজে প্রভিন্সিয়া ও গাল্লারাতে শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে।এতে সভাপতির বক্তব্য রাখেন ভারেজের প্রবীন কমিউনিটি ব্যক্তিত্ব তৈয়ব মিয়া।এতে বাংলাদেশ সমিতি ভারেজের সভাপতি গাজী ফিরোজ আহমেদ সভা পরিচালনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব সুলতান সিকদার,আমির মোল্লা, হাবিব মাতুব্বর, সামচু ফরাজি, আকতার মাতুব্বর, হাবিব হাওলাদার,রেজাউল করিম হাওলাদার,জাফর খলিফা, লিখন মিয়া, সোহাগ খান,জালাল খান,মিন্টু খান, হবি মেম্বার, শাহাবুদ্দিন মেম্বার, হেলাল হোসেন, নজরুল হোসেন, মুরাদ ফকির, মেহেদী হোসেন সাগর,জসিম মাস্টার , বিপুল শেখ,ইব্রাহিম তালুকদার, ইব্রাহিম মিয়া, দিনিয়াত মাতুব্বর।সহ আরো অনেকে।প্রতিবাদ সভায় বক্তারা বলেন শাজাহান খান কেবল আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার নয় বরং জনগণের নেতা,তার কাছে দলমত নির্বিশেষে সবাই সহায়তা পেয়েছেন।অতি সত্বর শাজাহান খানের মিথ্যা প্রহসন মূলক মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান বক্তারা। অন্যথায় প্রবাস থেকে দুরবার আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।অনুষ্ঠানে দল-মতের উর্ধ্বে থেকে কয়েক শতাধিক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য