বিশেষ প্রতিনিধি মুরাদুল ইসলাম মুরাদঃ
দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন পরিষদের ছাদ বাগান করে এলাকায় প্রশংসা ভাবছেন চেয়ারম্যান আজিজুর রহমান।দেশের কোথাও ফাঁকা জায়গা থাকবে না মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার বক্তব্যকে প্রধান্য দিয়ে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ছাদে লাগানো হয়েছে সারিবদ্ধ ফুলের গাছ সহ বিভিন্ন ফলের প্রায় ১৪৫ প্রকার গাছ রয়েছে। এই ছাদ বাগান দেখার জন্য দূর-দূরান্ত থেকে দর্শনাদি অংঢং করে ছবি উঠে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে তাদের প্রিয়জনদের দেখার জন্য।ভবনের ছাদে ফুলের বাগান ও ফলের বাগান করায় এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছেন চেয়ারম্যান আজিজুর রহমান। বিকালের দিকে ফুল ফুলের বাগান দেখার জন্য দর্শনীয়দের ভীর জমে এবং ফটোশেসনে ব্যস্ত হয়ে পড়ে দর্শনীয়রা।
এ দিকে পরিচর্যা করার জন্য ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুস সালাম দায়িত্বে রয়েছেন।
মন্তব্য