২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুলিশের জালে দুই গরু চোর সহ পিকআপ। রাজশাহীর পদ্মায় ‘বিলুপ্ত’ কুমির! আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে তানোরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা গোদাগাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ দূষণ কমানোয় বিশ্বসেরা রাজশাহী এখন দূষণে শীর্ষে পবার বিউটি হত্যা মামলায় মিলল এক আসামির স্বীকারোক্তি চারঘাটে ডোবা থেকে অজ্ঞাত যুবকের লা’শ উদ্ধার চারঘাটে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোদাগাড়ীতে সীমান্তে বিজিবির অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ কোম্পানীগঞ্জে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে মধ্যপূর্ব চরহাজারী যুব সংঘ
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক >> খেলাধুলা >> শীর্ষ সংবাদ >> সিলেব্রিটি >> সোস্যাল মিডিয়া
  • আবেগ নয়, টাকার জন্য সৌদির কাছে বিক্রি হয়েছেন রোনাল্ডো
  • আবেগ নয়, টাকার জন্য সৌদির কাছে বিক্রি হয়েছেন রোনাল্ডো

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ কামাল হোসেন সৌদি আরব প্রতিনিধি>>>

    সৌদি আরবের প্রো লিগে খেলেছেন নাইজেরীয় তারকা ওডিয়ন ইঘালো। তিনি বলেছেন শুধুমাত্র টাকার জন্যই তিনি এই কাজটি করেছেন। তার দাবী পর্তুগাল সুপার স্টার ক্রিস্টিয়ানোর রোনাল্ডোও একই কাজটি করছেন। শুধুমাত্র টাকার লোভেই তিনি সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। সেখানে ফুটবলের প্রতি কোন আবেগ নেই।আল হিলালের হয়ে গত মৌসুমে সৌদি প্রো লিগে শীর্ষ গোলদাতা ছিলেন নাইজেরীয় তারকা ইঘালো। মৌসুম শেষে অবশ্য তিনি ক্লবটি ছেড়ে দিয়েছেন। তার দাবী কেবল অর্থের লোভেই তিনি মধ্যপ্রাচ্যের ওই দেশে পাড়ি জমিয়েছিলেন। রোনাল্ডোও একই কাজ করেছেন। যোগ দিয়েছেন আল নাসরে। যেখানে এখন যুক্ত হয়েছেন করিম বেনজেমা।ওমা স্পোর্টস টিভিকে দেয়া সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সি ইঘালো বলেন, ‘তরুণ বয়সে অবশ্যই আপনার আবেগ থাকবে। ওই সময় আপনি টাকার বিষয়টি আমলেই নিবেন না। কিন্তু যখন আমার মতো বয়স হবে, ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে আমি জানিনা ক্যারিয়ার এক বছর থাকবে, নাকি দুই বছর। কখন সৃস্টিকর্তা সেটি বন্ধ করতে বলবেন।’আমি জানি এটি তিন বছরের বেশী হবে না। পুরো জীবন আমি আবেগ নিয়ে খেলেছি। এখন খেলছি অর্থের লোভে। আমি ওইসব খেলোয়াড়দের মতো নই যে বলে বেড়াবো ‘ আমি ভালবাসার কারণে খেলছি। দিন শেষে সেখানে অর্থের হাতছানি।’রোনালদো কি ভালবাসার টানে খেলছেন? আমি সারা জীবনে যা আয় করেছি, তার অন্তত শতগুন বেশী অর্থ আয় করেছেন তিনি। তারপরও তিনি সৌদি আরবে গেছেন। তিনি কি আবেগের তাড়নায় গেছেন? আসলে টাকার জন্য গেছেন।এই গ্রীষ্মে বেশ কয়েকজন খেলোয়াড় সৌদিতে পাড়ি জমাচ্ছেন। যেখানে সর্বশেষ যুক্ত হয়েছেন জর্ডান হেন্ডারসন। এই তালিকায় আছেন করিম বেনজেমা, এনগোলে কন্টে, রুবেন নেভেস ও রবার্তো ফিরমিনহোর মতো নামীদামি তারকারা।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page