আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি >>> গণ হত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে নীলফামারূর কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৯ মে) বিকেলে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলটি স্টেডিয়ামের সামন থেকে বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেডিকেল মোড়ে সমাবেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন,,বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার সহ সেক্রেটারি ও কিশোরগঞ্জ সদর ইউনিয়নের আমির শিব্বির আহমেদ, রেড জুলাই বিপ্লবের আহ্বায়ক মোতালেব হোসেন, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি আব্দুল কাইয়ুম, বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা সংগঠক জাহিন হামিদ, ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ, অলিউল্লাহ ও মুগ্ধ প্রমুখ। এ সময় বক্তাগণ বলেন, আমরা উপজেলাবাসী দাবি জানাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা বাংলাদেশে নির্বিঘ্নে ফ্যাসিস্টকে ঘোরাফেরা দেখতে চাই না। তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। যদি তা না হয় যেমনি করে ছাত্র-জনতার দুর্বার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। তেমনি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে। তারা আরো বলেন, দীর্ঘ ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনা আমাদের উপর কত যে জুলুম, অত্যাচার ও নির্যাতন করেছে তা বলে শেষ করা যায়না। জুলাই বিপ্লবের আন্দোলনে ১৫ হাজার ছাত্র-জনতাকে কে হত্যা করা হয়েছে। হাজার হাজার ছাত্র-জনতাকে আহত করা হয়েছে। আমরা আর আওয়ামী লীগের জুলুম,অত্যাচার সহ্য করতে চাই না। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় তাহলে আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন বক্তাগণ। পরিশেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
মন্তব্য