মোঃ ওবায়দুর রহমান ঠাকুরগাঁও সদর উপজেলা প্রতিনিধি>>>
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের কলন্দা হিন্দুপাড়া গ্রামে মিলানি বালা নামে এক (৭৪) বছর বয়সী মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মৃত মিলানি বালা কলন্দা হিন্দুপাড়া গ্রামের তোতা রামে স্ত্রী।সোমবার (১২ জুন) দুপুর আনুমানিক দুপুর দুইটার দিকে সবার অগোচরে শয়ন ঘরের ষঁড়ের সঙ্গে দড়িঁ দিয়ে গলায় ফাঁস দেয় বৃদ্ধা।নিহতের পরিবার ও প্রতিবেশীরা জানান, গত দুই মাস আগে অসুস্থতা জনিত কারণে ওই বৃদ্ধার একমাত্র ছেলে সন্তানের মৃত্যু পড় থেকেই শোকাহত ও মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। আজ সকাল হতে ওই বৃদ্ধা তার ছেলের মৃত্যু নিয়ে হতাশাগ্রস্থ হয়ে ঘুরে বেড়ায়।পরিবারের সদস্যরা জানান, ওই বৃদ্ধা কখন এঘটনা ঘটিয়েছে কেউ জানেনা ।বালিয়াডাঙ্গী থানার এসআই (নি:) রবিউল ইসলাম জানিয়েছে, ওই বৃদ্ধা তার একমাত্র ছেলের মৃত্যুতে প্রায় দুই মাস যাবত মানসিক ভারসাম্যহীন ছিলেন।সবার অজান্তে ওই বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এবিষয়ে কোন প্রকার অভিযোগ না থাকায় উর্ধ্বতন কর্মকর্তার অনুমতিতে লাশের সৎকার করার জন্য বলেছেন।
মন্তব্য