জায়েব উদ্দিন ; সদর উপজেলা প্রতিনিধি>>>
গত ১৯ জুন ২০২৩ খ্রিঃ রাত অনুমান ২১.০৫ ঘটিকার সময় র্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার সদর মডেল থানাধীন কলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা, ডাকাতির প্রস্তুতি, চুরি এবং ছিনতাই মামলার ০২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আরাফাত @ বাংলা (৩৩), পিতা-শাহ আলম, স্থায়ী ঠিকানা : সাং-ফকির পাড়া, আর্দশগ্রাম খুরুশকুল, থানা-সদর, জেলা-কক্সবাজার, বর্তমান ঠিকানা : দক্ষিণ মুহুরীপাড়া, বিসিক শিল্প এলাকা, ঝিলংজা ইউনিয়ন, থানা-সদর, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। র্যাবের আভিযানিক দল কর্তৃক ধৃত সাজাপ্রাপ্ত আসামী আরাফাত @ বাংলা কক্সবাজারের ছিনতাই চক্রসহ বিভিন্ন সংঘবদ্ধ অপরাধী চক্রের সাথে জড়িত এবং তার নামে হত্যা, ডাকাতির প্রস্তুতি, চুরি এবং ছিনতাই মামলাসহ পাঁচটির অধিক মামলা রয়েছে বলে জানা যায়। এছাড়াও সে আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন কৌশলী পন্থা অবলম্বন করে ভিন্ন ভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে আসছিল মর্মে জানায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত কক্সবাজার জেলার রামু থানার ১) মামলা নং ০১/৫৮ তাং ০২/০৩/২০১৮ ধারা-৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইন ২০০০ সংশোধনী ২০০৯, ২) সদর থানার মামলা নং ৪০/৭০৫ তাং ০৯/০৭/২০১৭ ধারা-৩৭৯, পেনাল কোড ১৮৬০, ৩) সদর থানার মামলা নং ৩৯ তাং ২২/১২/২০১৫ ধারা-৩০২/৩৪, পেনাল কোড ১৮৬০, ৪) রামু থানার মামলা নং ২৫ তাং ৩০/০১/২০১৮ ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড ১৮৬০ এবং ৫) সদর থানার মামলা নং ৯৫/৯৫ তাং ২৭/০১/২০২০, ১৮৬০ সনের পেনাল কোড ৩৯৯/৪০২ ধারায় মামলা রয়েছে।গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলার সাজা পরোয়ানা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য